Friday, July 5, 2024

HomeকলকাতাRampurhat Violence: পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, রামপুরহাট নিয়ে দাবি সুকান্ত মজুমদারের

Rampurhat Violence: পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, রামপুরহাট নিয়ে দাবি সুকান্ত মজুমদারের

Follow Us :

কলকাতা: রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার বলেন, রাজ্যে চূড়ান্ত অরাজগতা চলছে। পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। রামপুরহাটের বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারা হল। কী হচ্ছে টা কী? তিনি বলেন, তৃণমূল কথায় কথায় গুজরাত-উত্তপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। রামপুরহাটের ঘটনার পরেও কি তৃণমূল নেতারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করবেন? আমরা আগেই বলেছি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন। টুইটে তাঁর অভিযোগ, ইতিমধ্যেই রাজ্য প্রশাসন ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা শুরু করেছে। তাঁর দাবি, অন্তত ১২ জনকে পুড়িয়ে মারা হয়েছে।

রামপুরহাটের ঘটনা নিয়ে এদিন রাজ্য বিধানসভা উত্তাল হয়। ওই ঘটনা নিয়ে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন বিজেপি সদস্যরা। তাঁরা বিস্তারিত আলোচনারও দাবি জানান। অধ্যক্ষ তা মানতে রাজি না হওয়ায় বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। পরে লবিতে তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন। সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান ওঠে।

লবিতে বীরভূম জেলারই দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা দাবি করেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের কারণে বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটেছে। তিনি বলেন, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিষয়কে লঘু করার জন্য শর্টসার্কিটে টিভিতে বিস্ফোরণের গল্প ফাঁদছেন। ওই অবস্থানেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রামপুরহাটের ঘটনাকে রাজনৈতিক গণহত্যা বলে আখ্যা দেন।

আরও পড়ুন- Rampurhat Violence: তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই কি সোন শেখের বাড়িতে আগুন

তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য দাবি করেন, এই অগ্নিকান্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। তিনি জানান, ঘটনাটি দুঃখজনক। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সিট গঠনের নির্দেশ দিয়েছেন। সিআইডি তদন্তও হবে। রামপুরহাটের ওসিকে ক্লোজ করা হয়েছে। এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular