কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর। অভয়ার বিচার চেয়ে রাত দখলে নামল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। মশাল হাতেও পথে নামেন জুনিয়র ডাক্তাররা।বিচারের দাবিতে ব্যানার, জাতীয় পতাকা হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ফের স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদীদের।
গত বছর ৮ অগাস্ট মধ্যরাতেই আরজি কর হাসপাতালের (RG Kar Case) চারতলার সেমিনার হলে ধর্ষণ খুন হয়েছিলেন ডাক্তারি চিকিৎসক ছাত্রী। ঘটনায় ‘সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা এখনও অধরা’, এই অভিযোগে বিচারের দাবিতে ফের রাজপথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হল জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল। মিছিল শেষ হবে শ্যামবাজারে। রাত পেরিয়ে ভোর চারটে পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন।
এদিকে আরজি করের ঘটনায় বিচারহীনতার অভিযোগে আগামিকাল শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ। তাতে উপস্থিত থাকবেন নিহত চিকিৎসকের মা-বাবাও।
আরও পড়ুন: নবান্নমুখী একাধিক রাস্তায় কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসনের
দেখুন ভিডিও