কলকাতা: মুখ্যমন্ত্রীকে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে সাত দিনের জেল হেফাজত বাড়ল রোদ্দুর রায়ের। একইসঙ্গে আরও একটি মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে রোদ্দুর রায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকার ও প্রশাসনের বিরুদ্ধেও সুর চড়িয়েছিলেন তিনি। এই মামলায় আজ তাঁর ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার রোদ্দুরকে গ্রেফতার করে কলকাতায় এনেছিল রাজ্য পুলিসের গোয়েন্দারা। আদালতে তাঁকে পেশ করা হয়। তখনই আদালত রোদ্দুরকে ৬ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়।১৪ জুন পর্যন্ত পুলিসি হেফাজত ছিল অনির্বাণ রায় ওরফে রোদ্দুর রায়ের।যদিও রোদ্দুর অভিযোগ করেন, তিনি রাজনীতির শিকার। কেন তাঁকে এভাবে গ্রেফতার করে আনা হয়েছে তা তিনি জানেন না।তিনি জানান, উনি শিল্পী, কোনও সন্ত্রাসবাদী নয়। নিজেকে একজন স্বাধীনচেতা ভারতীয় নাগরিক বলেও দাবি করেন রোদ্দুর।
সম্প্রতি কেকে ইস্যুতে মুখ খুলেছিলেন রোদ্দুর। ইউটিউবার রোদ্দুর রায় নিজের ফেসবুক পোস্টে রাজ্য সরকারের চরম উদাসীনতাই কেকে-র মৃত্যুর জন্য দায়ী করেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় গালিগালাজ করেন। মুখ্যমন্ত্রীর বাংলা সাহিত্যচর্চায় নিরলস সাধনার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পাওয়া নিয়েও কিছুদিন আগেই তিনি মন্তব্য করেন। রীতিমতো কটূকথা বলতেও শোনা গিয়েছিল রোদ্দুরকে।
আরও পড়ুন Mamata-Yechuri: মমতার ডাকা বৈঠকে হাজির থাকবে বামেরা, জানালেন ইয়েচুরি
একের পর এক আক্রমণ, কুরুচিকর মন্তব্য, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অশ্লীল ভাষায় আক্রমণ ইত্যাদির জেরে রোদ্দুরের বিরুদ্ধে প্রথমে এক তৃণমূলকর্মী পরে সাংসদ শান্তনু সেন পুলিসে অভিযোগ করেন। তার প্রেক্ষিতেই গত ৭ জুন গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুরকে।