কলকাতা: টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি (ED) দফতর থেকে বেরলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায় (Rujira Banerjee)। তবে বেরনোর সময় সাংবাদিকর প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি। বুধবার সকাল ১০টা ৫৭ মিনিট নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে (CGO Complex) এসে পৌঁছন। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় এই প্রথম তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
ইডি সূত্রে থবর, বেশকিছু নথি চাওয়া হয়েছিল তাঁর কাছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। তবে তাঁরা হাজিরা দেননি, নথি জমা দিয়েছেন। নথি খতিয়ে দেখার পর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কি না খতিয়ে দেখা হবে। একাধিকবার লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নাম উঠে এসেছে। এই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডের পর এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় তলব রুজিরাকে।
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, রাজ্য বিজেপির সদর দফতরে তালা ভেঙে ঢুকল কর্মীরাই