কলকাতা: বর্ষীয়ান সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধায়ের (Sandhya Mukhopadhyay health update) অবস্থা একই রয়েছে। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি, অবনতিও ঘটেনি। বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেসোপ্রেসর সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তিনি মুখ দিয়েই খাবার খেতে পারছেন। রাইলস টিউবের প্রয়োজন হচ্ছে না। তবে, নিয়মিত তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। বুলেটিনে বলা হয়েছে, অবস্থা সঙ্কটজনক থাকলেও সন্ধ্যা মুখোপাধ্যায় স্থিতিশীল রয়েছেন। তাঁর সম্পূর্ণ জ্ঞান রয়েছে। কথাবার্তাও বলছেন তিনি।
আরও পড়ুন: Salt lake BJP: বিধাননগরে বিজেপির নির্বাচনী দফতরে হামলা, অভিযুক্ত তৃণমূল
২৭ জানুয়ারি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধায়। ওইদিনই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালীনই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেখান থেকে তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৫ সদস্যের এক চিকিৎসকদের দল তার দেখভাল করছে। তাঁর হার্টের অবস্থাও ভালো নয়। এছাড়া ফুসফুস এবং কিডনিতেও সমস্যা রয়েছে।