কলকাতা: এখনও সঙ্কটজনক সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। স্থিতিশীল থাকলেও এখনও সঙ্কটজনক তিনি। রবিবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) স্বাস্থ্য বুলেটিনে এমনটাই বলা হয়েছে। অক্সিজেনের সহায়তায় রাখা হয়েছে তাঁকে। দেওয়া হচ্ছে তরল খাবার। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
কয়েকদিন আগেই গুরুতর অসু্স্থ হন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বাইপাসেরর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করলে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।
আরও পড়ুন: Jyotipriya-Arjun: অর্জুন ‘পেশাদার খুনি’, জ্যোতিপ্রিয়র মন্তব্যে জলঘোলা গান্ধী প্রয়াণ দিবসে
রবিবার ওই বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, অক্সিজেন সাপোর্টে থাকলেও আগের থেকে কম লাগছে অক্সিজেন। তাঁর রক্তচাপ এবং হৃদস্পন্দন অনিয়মিত, যা ভাবাচ্ছে চিকিৎসকদের। তরল খাবার খেতে পারছেন তিনি। কথাও বলছেন। এখনও কোভিড মুক্ত নন। যদিও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।