Tuesday, August 5, 2025
HomeCurrent NewsSSC-Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে বিকেলের মধ্যেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

SSC-Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে বিকেলের মধ্যেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

Follow Us :

কলকাতা: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, কোনও মতেই এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া চলবে না। প্রয়োজন হলে সিবিআই তাঁর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নিতে পারবে। এই নির্জেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সপ্তাংশু বসু।

এদিন এসএসসি মামলার শুনানিতে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, মামলাকারীরা আবেদনে কোথাও সিবিআই তদন্তের কথা বলেননি। শুনানির সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের কথা জানান। তিনি বলেন, এসএসসির ব্যাপারে পুলিসের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। হয়নি কোনও জনস্বার্থ মামলা। অভিযোগ হলে তো পুলিস তদন্ত করত। রাজ্য সরকারকে তদন্তের সুযোগ না দিয়েই আদালত সিবিআই তদন্তের কথা বলেছে।

এসএসসির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অলোক সরকারের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোথাও অভিযোগ নেই। আদালত নিযুক্ত বিচার বিভাগীয় কমিটিও অভিযোগ আনেননি। অবসরের পর এই ধরনের তদন্তে তাঁর মক্কেলের আত্মসম্মানে আঘাত লেগেছে। আইনজীবীর আরও দাবি, তাঁর মক্কেল কোনও বৈঠকেও যোগ দেননি। উপদেষ্টা কমিটির আর এক সদস্য সুকান্ত আচার্যের আইনজীবী সপ্তাংশু বসু জানান, ১৬৫ ধারায় জবানবন্দি নেওয়া সম্পূর্ণ ভুল। ডিভিশন বেঞ্চ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার পরেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন করা সত্বেও একদিনও সময় দেওয়া হয়নি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39