কলকাতা, ১৯ এপ্রিল : ফের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ালেন তথাগত রায় । আবারও একবার কামিনি-কাঞ্চন যোগের তত্ত্বকে সামনে এনে খোঁচা দিলেন । KDSA নেতৃত্বকে ফের একবার কাঠগড়ায় তুললেন এই বিজেপি নেতা । তার কটাক্ষ, রাজ্যের বিজেপির এই অবস্থার জন্য কেডিএসএ-এই দায়ী । তাদের জন্য বাংলায় বিজেপির এই পরিস্থিতি বলেও অভিযোগ তুলেছেন তথাগত ।
কৌলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শ্রী প্রকাশ এবং অরবিন্দ মেনন এই চার জনকে নিয়ে কেডিএসএ নাম দিয়েছেন তথাগত । সোমবারই তথাগতকে কটাক্ষ করেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । তথাগত রায়কে ‘বিধবা পিসি’ বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তথাগত রায়ের কোনও কাজ নেই। তাই বাড়িতে বসে কেবল টুইট করেন। এটা ওনার বাতিক।
প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বিরুদ্ধে আরেক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ, তাঁর কোনও যোগ্যতা নেই। তিনি বলেন, তথাগতবাবু সিপিএম আমলে জ্যোতি বসুর থেকে সুবিধা নিয়েছেন, তৃণমূলের থেকে সুবিধা নিয়েছেন, বিজেপি থেকেও বহু সুবিধা নিয়েছেন। কিন্তু বদলে দলকে কিছু দেননি। দিয়েছেন জিরো । আর তার পরই দিলীপদের বিরুদ্ধে সরব হলেন তথাগত ।
আরও পড়ুন : Calcutta High Court: পড়ুয়াদের স্কুল করতে দিতে হবে, জিডি বিড়লা-সহ অন্যদের নির্দেশ হাইকোর্টের