কলকাতা: ইন্ডিয়া গেটে নেতাজির (Netaji Subhash Chandra Bose) গ্রানাইট মুর্তি (Netaji Statue India Gate) বসানো নিয়ে বিতর্ক থামছে না। এবার মুর্তির (Grand statue of Netaji Bose) ‘স্যালুট’ ভঙ্গিমা বদলের অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিল বসু পরিবার। গত ২৭ অক্টোবর মুর্তির ভঙ্গিমা বদলের দাবিতে চিঠি দিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বোস।
তাঁর বক্তব্য, বছরের বাকি দিনগুলো নেতাজির মূর্তির সামনে ফাঁকাই থাকবে। তাই সারা বছর স্যালুটের ভঙ্গিমায় তাঁর মতো ব্যক্তিত্বের মূর্তি স্থাপন সঠিক নয়। দেশের অন্যতম এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বোসের মুর্তি ব্যক্তিত্ববান দেশনায়কের সঙ্গে খাপ খায়নি। নেতাজিকে শুধুমাত্র আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তুলে ধরাটাই যথেষ্ট নয়। সৈন্য হিসেবে নেতাজিকে সীমাবদ্ব রাখা উচিৎ নয়। তাঁর ব্যেক্তিত্বকে মূর্তির মাধ্যমে তুলে ধরতে গেলে মুর্তির পিছনে গুরুত্বপূর্ণ ইতিহাস থাকা বাঞ্ছনীয়। এই চিঠি বসু পরিবারের একাংশের মতামত নিয়েই লেখা হয়েছে।’ সেই তালিকায় রয়েছেন নেতাজি কন্যা অনিতা পাফ এবং ভাইপো শিশির বোস। কন্যা অনিতাও চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।
#Netaji cannot be honoured-just by building his statue,setting up a museum or making a tableau-towering personality like Netaji can only be honoured by following & implementing his inclusive ideology of uniting all communities to build India that he envisioned. @narendramodi pic.twitter.com/n0c62h8cw3
— Chandra Kumar Bose (@Chandrakbose) January 19, 2022
নেতাজির মুর্তি নিয়ে টুইট করেছেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। লিখেছেন, নেতাজির মূর্তি স্থাপন করার ধারণা খুব ভাল। কিন্তু মূর্তির বিষয় ভাবনা ঠিক নয়। কারণ সারাদিন যানবাহন চলাচল করবে এবং মূর্তিটি স্যালুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে। এটা তাঁর মর্যাদা খর্ব করবে। নেতাজির বসে থাকা মুর্তি কিংবা মুষ্টি উঁচিয়ে স্লোগান দেওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন এমন কোনও মুর্তি স্থাপন করা ঠিক হবে।
The idea of Neta ji statue is fine but the choice of the statue is not right all day the the traffic will be moving around it and the Statue will be standing in the pose of a salute It is below his dignity It should be either sitting or raising his fist as if raising a slogan
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 27, 2022
প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে চন্দ্র বসু জানান, ‘কেবল উর্দি পরে নেতাজিকে বর্ণনা করা যায় না। এ জন্যও আমি পরিবারের অনেকের মতামত নিয়েই মূর্তির ভঙ্গিমা বদলের জন্য অনুরোধ জানিয়েছি। যদিও প্রধানমন্ত্রী এখনও এই চিঠির উত্তর দেননি।আশা করি কোনও উত্তর পাবো। এখনও মুর্তি তৈরির কাজ শুরু হয়নি।কথা হয়েছে মুর্তির ভাস্কর অদ্বৈত গদানায়কের সঙ্গে। উনি কলকাতায় এলেই এ বিষয়ে আলোচনা হবে।
India pays tribute to Netaji Subhas Chandra Bose pic.twitter.com/PrnEIQdlIu
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
চলতি বছর স্বাধীনতা দিবসের দিন ইন্ডিয়া গেটে প্রতিষ্ঠা করা হবে নেতাজির গ্রানাইট মুর্তি। এ নিয়ে গত বছর থেকেই ভাবনা-চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ৮৫ জন সদস্য নিয়ে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর (Netaji’s birth anniversary) জন্য গত বছর একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে নেতাজির পরিবারের অনেকেই রয়েছেন। কিন্তু নেতাজির ভাস্কর্য তৈরির বিষয়ে কোনও আলোচনা হয়নি।এই বিষয়ে অন্তত একবার নেতাজির পরিবারের সঙ্গে কথা বলা দরকার। জানিয়েছেন চন্দ্র বসু।
Till the grand statue of Netaji Bose is completed, a hologram statue of his would be present at the same place. I will unveil the hologram statue on 23rd January, Netaji’s birth anniversary. pic.twitter.com/jsxFJwEkSJ
— Narendra Modi (@narendramodi) January 21, 2022
এক্ষেত্রে নেতাজির স্মরণে ১৫ অগস্টের পরিবর্তে ২১ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করার আর্জি বসু পরিবারের পক্ষ থেকে। একইসঙ্গে রাজধানিতে নেতাজির ‘স্যালুট’ ভঙ্গিমা পরিবর্তন করে ২১ অক্টোবরের আজাদ হিন্দ বাহিনীর সরকার গঠনের দিনে নেতাজির হাতে স্বাধীন ভারতের ঘোষণাপত্র থাকার সময়টিকে তুলে ধরার দাবি করেন চন্দ্রবাবুরা। মুর্তিটি সেই ভঙ্গিমারই হোক এমনটাই চান তাঁরা।