Friday, August 1, 2025
HomeScrollNetaji Statue India Gate: ইন্ডিয়া গেটে নেতাজি মুর্তির স্যালুটে আপত্তি, মোদিকে চিঠি...

Netaji Statue India Gate: ইন্ডিয়া গেটে নেতাজি মুর্তির স্যালুটে আপত্তি, মোদিকে চিঠি লিখল বসু পরিবার

Follow Us :

কলকাতা: ইন্ডিয়া গেটে নেতাজির (Netaji Subhash Chandra Bose) গ্রানাইট মুর্তি (Netaji Statue India Gate) বসানো নিয়ে বিতর্ক থামছে না। এবার মুর্তির (Grand statue of Netaji Bose) ‘স্যালুট’ ভঙ্গিমা  বদলের অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিল বসু পরিবার। গত ২৭ অক্টোবর মুর্তির ভঙ্গিমা বদলের দাবিতে চিঠি দিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বোস।

তাঁর বক্তব্য, বছরের বাকি দিনগুলো নেতাজির মূর্তির সামনে ফাঁকাই থাকবে। তাই সারা বছর স্যালুটের ভঙ্গিমায় তাঁর মতো ব্যক্তিত্বের মূর্তি স্থাপন সঠিক নয়। দেশের অন্যতম এক এবং অদ্বিতীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বোসের মুর্তি ব্যক্তিত্ববান দেশনায়কের সঙ্গে খাপ খায়নি। নেতাজিকে শুধুমাত্র আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তুলে ধরাটাই যথেষ্ট নয়। সৈন্য হিসেবে নেতাজিকে সীমাবদ্ব রাখা উচিৎ নয়। তাঁর ব্যেক্তিত্বকে মূর্তির মাধ্যমে তুলে ধরতে গেলে মুর্তির পিছনে গুরুত্বপূর্ণ ইতিহাস থাকা বাঞ্ছনীয়। এই চিঠি বসু পরিবারের একাংশের মতামত নিয়েই লেখা হয়েছে।’  সেই তালিকায় রয়েছেন নেতাজি কন্যা অনিতা পাফ এবং ভাইপো শিশির বোস। কন্যা অনিতাও চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

 

নেতাজির মুর্তি নিয়ে টুইট করেছেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। লিখেছেন, নেতাজির মূর্তি স্থাপন করার ধারণা খুব ভাল। কিন্তু মূর্তির বিষয় ভাবনা ঠিক নয়। কারণ সারাদিন যানবাহন চলাচল করবে এবং মূর্তিটি স্যালুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে। এটা তাঁর মর্যাদা খর্ব করবে। নেতাজির বসে থাকা মুর্তি কিংবা মুষ্টি উঁচিয়ে স্লোগান দেওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন এমন কোনও মুর্তি স্থাপন করা ঠিক হবে।

প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে চন্দ্র বসু জানান, ‘কেবল  উর্দি পরে নেতাজিকে বর্ণনা করা যায় না। এ জন্যও আমি পরিবারের অনেকের মতামত নিয়েই মূর্তির ভঙ্গিমা বদলের জন্য অনুরোধ জানিয়েছি। যদিও প্রধানমন্ত্রী এখনও এই চিঠির উত্তর দেননি।আশা করি কোনও উত্তর পাবো। এখনও মুর্তি তৈরির কাজ শুরু হয়নি।কথা হয়েছে মুর্তির ভাস্কর অদ্বৈত গদানায়কের সঙ্গে। উনি কলকাতায় এলেই এ বিষয়ে আলোচনা হবে।

চলতি বছর স্বাধীনতা দিবসের দিন ইন্ডিয়া গেটে প্রতিষ্ঠা করা হবে নেতাজির গ্রানাইট মুর্তি। এ নিয়ে গত বছর থেকেই ভাবনা-চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ৮৫ জন সদস্য নিয়ে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর (Netaji’s birth anniversary) জন্য গত বছর একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে নেতাজির পরিবারের অনেকেই রয়েছেন। কিন্তু নেতাজির ভাস্কর্য তৈরির বিষয়ে কোনও আলোচনা হয়নি।এই বিষয়ে অন্তত একবার নেতাজির পরিবারের সঙ্গে কথা বলা দরকার। জানিয়েছেন চন্দ্র বসু।

আরও পড়ুন Netaji Subhas Chandra Bose: ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর কেন্দ্রীয় ঘোষণায় খুশি মেয়ে অনিতা

এক্ষেত্রে নেতাজির স্মরণে ১৫ অগস্টের পরিবর্তে ২১ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করার আর্জি বসু পরিবারের পক্ষ থেকে। একইসঙ্গে রাজধানিতে নেতাজির ‘স্যালুট’ ভঙ্গিমা পরিবর্তন করে ২১ অক্টোবরের আজাদ হিন্দ বাহিনীর সরকার গঠনের দিনে নেতাজির হাতে স্বাধীন ভারতের ঘোষণাপত্র থাকার সময়টিকে তুলে ধরার দাবি করেন চন্দ্রবাবুরা। মুর্তিটি সেই ভঙ্গিমারই হোক এমনটাই চান তাঁরা।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Randhir Jaiswal | সংবাদিক বৈঠকে রণধীর জয়সওয়াল দেখুন সরাসরি
00:00
Video thumbnail
INDIA | Donald Trump | ট্রাম্পের ২৫% শুল্ক বড় সিদ্ধান্ত ভারতের কী কী পদক্ষেপ দিল্লির? দেখুন
00:00
Video thumbnail
Samik Bhattacharya | BJP | সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Hooghly Incident | কী অবস্থা হুগলিতে? তৃণমূল বিধায়ক-সাংসদ দ্বন্দ্ব? স্কুলে গেলেন রচনা
00:00
Video thumbnail
Vice President | ধনখড়ের উত্তরসূরি কে? কোন কোন সম্ভাব্য নাম উঠে আসছে? দেখুন Exclusive রিপোর্ট
00:00
Video thumbnail
Mamata Banerjee | হুগলিতে বন্যা পরিস্থিতি কীরকম? খতিয়ে দেখতে হুগলিতে যাবেন মুখ্যমন্ত্রী
03:28
Video thumbnail
Tamil Nadu | BJP | NDA-তে বড় ভাঙন, দল ছাড়লেন বড় নেতা! কী করবে বিজেপি?
07:31:05
Video thumbnail
Samik Bhattacharya | BJP | সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য দেখুন সরাসরি
06:42
Video thumbnail
Vice President | উপরাষ্ট্রপতি নির্বাচন কবে? তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন, কবে নির্বাচন?
02:24:50
Video thumbnail
BJP | Chakdaha | জমা জলে সাঁতার কেটে বিক্ষো/ভ বিজেপি কর্মীদের
01:13

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39