কলকাতা : পেগাসাস (Pegasus) তদন্ত কমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি চেয়ে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বুধবার এ-নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে এই সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে ৷
এদিনের টুইটে মুখ্যসচিবের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল ৷ পেগাসাস কাণ্ডে বঙ্গের একাধিক ব্যাক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশনও গঠন করেছে রাজ্য সরকার ৷ তারই প্রেক্ষিতে মুখ্যসচিবের কাছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি আগেই চেয়ে পাঠিয়েছিলেন ধনকড় ৷ কিন্তু, মুখ্যসচিব সেই চিঠির কোনও জবাবই দেননি বলে অভিযোগ ৷ আর তাতেই ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান ৷
মুখ্যসচিবকে লেখা চিঠিটি রাজ্যপালের অফিসিয়াল টুইটারে শেয়ার করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ‘এই ঘটনায় চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়নি ৷ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গুরুতর বিষয় ৷ আইনের শাসনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং সাংবিধানিক রীতিনীতির সঙ্গে এর কোনও সামঞ্জস্য নেই ৷’’