কলকাতা : দুর্যোগ আর দুর্ভোগ থেকে এখনই রেহাই নেই রাজ্যবাসীর। টানা বৃষ্টিতে নাকাল মানুষজন। সেপ্টেম্বর মাস শেষ হতে চলল, এখনও বর্ষার দাপট চোখে পড়ার মতো। এই মাসে সাধারণত বর্ষাকাল শেষ হয়ে যায়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর সেপ্টেম্বর মাসে সক্রিয় রয়েছে বর্ষা।
আরও পড়ুন : ১৪৪ ধারা জারি তবুও খোলা হয়েছে রেস্তোরাঁ, রিপোর্ট চাইল কমিশন
নিম্নচাপের বৃষ্টি বুধবার বিকেল থেকেই কিছু কিছু জায়গায় থেমে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বুধবার সন্ধে নাগাদ কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর ঝাড়খণ্ডের ধানবাদের কাছে বর্তমানে অবস্থান করছে। এর জেরে কলকাতা এবং সংশ্লিষ্ট জেলাগুলিতে সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কমলেও রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। পশ্চিমের বেশ কিছু জেলায় কিছুক্ষণের মধ্যে রয়েছে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস।

নিম্নচাপের জেরে আর ২-৩ ঘণ্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে শনিবার থেকে উত্তরবঙ্গ সহ পূর্বভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যে কারণে কলকাতা সহ জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।