Sunday, August 3, 2025
HomeCurrent NewsKolkata Rain Update: আর কিছুক্ষণে কলকাতায় বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে বইবে...

Kolkata Rain Update: আর কিছুক্ষণে কলকাতায় বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে বইবে হাওয়া

Follow Us :

কলকাতা: চারপাশ ঢেকেছে ঘন কালো মেঘে। কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ঝেপে নামছে বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া , হুগলী,পূর্ব বর্ধমান,  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।ঝড়বৃষ্টির সময় সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস  সূত্রে খবর, আজই কেরলে বর্ষা ঢুকে পড়বে। নির্ধারিত সময়ের ৩ দিন আগেই কেরলে বর্ষা আসায় বঙ্গেও বর্শার আগমন তাড়াতাড়ি হবে। ইতিমধ্যেই মেঘের ঘনঘটা কেরল উপকূলে।

বিকেলের পর আজও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেয়ই জানিয়েছিল  হাওয়া অফিস। একইসঙ্গে  উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি  এবং কালিম্পংয়ে। তবে তুলনায় একটু বেশি বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।

আরও পড়ুন Nepal Flight: নেপালে বিমান ভেঙে চার ভারতীয়-সহ ২২ জনের মৃত্যু, আশঙ্কা সরকারের

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39