Sunday, August 3, 2025
HomeScrollTMC Media Coordinator: তৃণমূলের মিডিয়া কোঅর্ডিনেটর কুণাল, চন্দ্রিমা ও অরূপ, বাদ আইটি...

TMC Media Coordinator: তৃণমূলের মিডিয়া কোঅর্ডিনেটর কুণাল, চন্দ্রিমা ও অরূপ, বাদ আইটি সেল

Follow Us :

কলকাতা: শনিবার বৈঠকের পর বদল তৃণমূলের মিডিয়া কোঅর্ডিনেটর(TMC Media Coordinator)। তৃণমূলের মিডিয়া কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হল কুণাল ঘোষ(Kunal Ghosh), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং অরূপ বিশ্বাসকে (Arup Biswas)। এবার থেকে তৃণমূলের আইটি সেলের (TMC IT Cell) জায়গায় মিডিয়া সামলাবেন তাঁরা।

শনিবার কালীঘাটে বৈঠকের পর রবিবার তৃণমূলের এই ঘোষণা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। এখন থেকে এই তিনজন ঠিক করবেন কে বা কারা সাংবাদিকদের সামনে দলের বক্তব্য রাখবেন। কয়েকদিন আগে পর্যন্ত এই দায়িত্ব আইপ্যাকের হাতেই ছিল। এই তিনজনের নাম ঘোষণায় দলের অভ্যন্তরে একটা ভারসাম্যের নীতি রাখা হয়েছে বলে তৃণমূলের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন: Second Hooghly Bridge: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর কর্মীদের পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও মতপার্থক্য দেখা যায়। এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে সোশাল মিডিয়ায় অভিষেক ঘনিষ্ঠ কর্মী-সমর্থকরা পোস্টের বন্যা বইয়েছে। যা নিয়ে দলের অন্দরে এই ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বুঝিয়ে দেন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এমনকী তৃণমূলের অনেক নেতা-নেত্রী সাংবাদিকদের সামনে মুখ খোলায় অস্বস্তিতে ফেলেছিল দলকে। এরপরেই তড়িঘড়ি শনিবার কালীঘাটে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39