Tuesday, August 5, 2025
HomeScrollপুজোর আগে বঙ্গে ফের দুর্যোগ! জানুন কী বলছে হাওয়া অফিস

পুজোর আগে বঙ্গে ফের দুর্যোগ! জানুন কী বলছে হাওয়া অফিস

Follow Us :

কলকাতা: দোরগোড়ায় পুজো (Puja)। ইতিমধ্যেই আলোয় সেজে উঠছে শহর কলকাতা (Kolkata)। আর এই পরিস্থিতিতে আবহাওয়া (Weather) যেন খেল দেখাতে শুরু করেছে। যদিও, শনিবার থেকে ঝলমলে মেঘ দেখা গিয়েছে আকাশে। স্বাভাবিকভাবেই খুশি বিক্রেতা থেকে সাধারণ মানুষ। তবে একটাই প্রশ্ন, ঘোরাঘুরির যাবতীয় প্ল্যান কী ভেস্তে দিতে পারে বৃষ্টিপাত? ঠিক কী বলছে আবহাওয়া অফিস? হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। বৃহস্পতিবার থেকে ফের একবার হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ যত পুজো কাছে আসছে ততই যেন মন মেজাজ বদলাচ্ছে আবহাওয়া।

মঙ্গলবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত কলকাতায় আবহাওয়ার বিশেষ হেরফের হবে না। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

আরও পড়ুন: ১৫০ বছর পূর্ণ, দুর্গাপুজোয় নতুন সাজে ঐতিহ্যের ট্রাম

নিম্নচাপের জেরে পুজোর আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ দেখা গিয়েছিল। বৃষ্টিপাতের জেরে রীতিমতো নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। ফলে বৃষ্টিপাত যখন কমেছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই পুজো কাটাতে চাইছেন সাধারণ মানুষ। হাওয়া অফিস সূত্রে খবর, আজ এবং আগামীকাল কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই মেদিনীপুরে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

এদিকে উত্তরবঙ্গের পাহাড়ে অবশ্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আজ সোমবার দার্জিলিংয়ের কোথাও কোথাও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39