Sunday, August 3, 2025
HomeকলকাতাAgnipath Scheme: অগ্নিপথের জেরে হাওড়া-কলকাতা স্টেশন থেকে বহু ট্রেন বাতিল

Agnipath Scheme: অগ্নিপথের জেরে হাওড়া-কলকাতা স্টেশন থেকে বহু ট্রেন বাতিল

Follow Us :

হাওড়া: অগ্নিপথ আন্দোলনের জেরে বাতিল করা হল হাওড়া, কলকাতা স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন।

অগ্নিপথে নিয়োগে বিক্ষোভ নিয়ে শুক্রবার বাতিল করা হয়েছে,

১৫০৫১ কলকাতা-গোরখপুর এক্সপ্রেস।

১৩০২১ হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস

১৩০১৯ হাওড়া-কাঠগুদাম বাঘ এক্সপ্রেস

১৩০৪৩ হাওড়া-রক্সৌল দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস

১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস

১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই এক্সপ্রেস

১২২৩৫ মধুপুর-আনন্দবিহার সাপ্তাহিক হামসাফর এক্সপ্রেস

০৩০০৫ হাওড়া-গয়া পরীক্ষা স্পেশাল এক্সপ্রেস

০৩০২৩ হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল এক্সপ্রেস

০৩১৫৫ কলকাতা-সমস্তিপুর পরীক্ষা স্পেশাল এক্সপ্রেস

গন্তব্যে পৌঁছনোর আগেই মালদহে থামিয়ে দেওয়া হয়েছে ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে।

সন্ধ্যায় রেলমন্ত্রক জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৪টি মেল, এক্সপ্রেস এবং ১৪০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। ৬৫টি মেল এক্সপ্রেস ও ৩০টি প্যাসেঞ্জার ট্রেন মাঝপথে থামিয়ে দেওয়া হয়। ১১টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Agnipath scheme: বিক্ষোভের মধ্যে অগ্নিপথ প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা বায়ুসেনার 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39