কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাজ্যের পুর নির্বাচনে (WB Municipal Vote 2022) তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, বুথ জ্যাম, ছাপ্পার অভিযোগে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বাংলা বনধের (WB BJP Bandh) ডাক দিয়েছে বিজেপি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া বনধের (BJP Bandh) কোনও প্রভাবই পড়েনি।
নদিয়া
বনধ সফল করতে সকাল সকাল রেল অবরোধ করল বনধ সমর্থনকারীরা। রানাঘাট-শিয়ালদহ শাখার পায়রাডাঙা স্টেশনে প্রায় ৩০ মিনিট রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। যার ফলে সপ্তাহের প্রথম দিন সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

এরপর মাজদিয়া বাজারে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। কৃষ্ণনগর শহরে বিজেপি মিছিল করে বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি কল্যাণী শিল্প শহরে তেমন প্রভাবই পড়েনি। বাজারহাট, ট্রেন, অটো-বাস সব অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

নন্দীগ্রামের টেঙ্গুয়াতে বিজেপি কর্মীদের সঙ্গে বনধ সমর্থক বিজেপির বচসা, ধাক্কাধাক্কি হয় সকালের দিকে। বিজেপির মহিলা কর্মীদের মারধরের অভিযোগ। টেঙ্গুয়া অবরোধ করতে চেষ্টা করলে পুলিস তাদের হটিয়ে দেয়।
হলদিয়া

সকাল ৮টা নাগাদ তমলুকের নিমতৌড়ি হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিজেপি। যার ফলে দূরপাল্লার যানবাহন আটকে যায়। তমলুক থানার পুলিস এসে অবরোধ তুলে দেয়। পূর্ব মেদিনীপুর জেলার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

বনধের সমর্থনে ডায়মন্ড হারবার স্টেশন বাজার মোড়ে ১১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বিজেপির রাজ্য সহ সভাপতি কৃষ্ণা বেরার নেতৃত্বে বিজেপি কর্মীরা অবরোধ করেন। বারাসত, মধ্যমগ্রামে জনজীবন স্বাভাবিক ছিল।
বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক, তিনটি পুরসভা এলাকায় প্রতিদিনের মতো টোটো, অটো, বাজার, ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বনধে কোনও সাড়া পড়েনি জল পরিবহণেও।

মুর্শিদাবাদ
বনধের কোনও প্রভাব পড়ল না মুর্শিদাবাদ জেলায়। এদিন সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ৩৪ নং জাতীয় সড়ক ধরে দূরপাল্লার ট্রাক থেকে বাস চলাচল স্বাভাবিক। তবে লোকজন তুলনামূলক কম।

বহরমপুর শহরেও বনধের কোনও প্রভাব নেই। তবে বহরমপুরে জোর করে বনধ সফল করতে গিয়ে বিজেপির সঙ্গে পুলিসের ব্যাপক গন্ডগোল বাধে।
হুগলি
বনধের প্রভাব পড়ল না হুগলি জেলাতেও। সকালের দিকে জোর করে বনধ সফল করতে গুটি কয়েক সমর্থক নিয়ে ব্যান্ডেল এবং হুগলি স্টেশন অবরোধ করে বিজেপি। যদিও পুলিসের তৎপরতায় তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রেল অবরোধের ফলে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।


বেলা বাড়ার সঙ্গেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে জেলার সদর শহর থেকে মহকুমার সব শহরই। বনধ উপেক্ষা করে কর্মস্থলে রওনা হন সাধারণ মানুষ। খুলতে শুরু করে দোকানপাট। ফেরি চলাচল থেকে বাস, অটো, টোটো সবই অন্যান্য দিনের মতোই চলাচল করেছে।