Wednesday, July 30, 2025
HomeকলকাতাWB Civic Polls: টিকিট দেয়নি দল, নির্দল হিসেবে লড়বেন সোনারপুরের তৃণমূল নেতা

WB Civic Polls: টিকিট দেয়নি দল, নির্দল হিসেবে লড়বেন সোনারপুরের তৃণমূল নেতা

Follow Us :

সোনারপুর: পুরভোটের টিকিট না পেয়ে দলত্যাগ করলেন রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম দাস। শুধু দলত্যাগই নয়, এই ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে অন্ধকারে রেখেই এই ওয়ার্ডে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তিকে টিকিট দিয়েছে দল।

উত্তম দাসের অভিযোগ, এই ওয়ার্ডের তৃণমুল প্রার্থী রাজীব পুরোহিত ৫ বছর ধরে কাউন্সিলর ছিলেন। সিপিএমের টিকিটে জিতেছিলেন তিনি। কাউন্সিলর থাকাকালীন কোনও কাজ করেননি তিনি। ওয়ার্ডের কোনও উন্নয়ন করেননি। এর আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন রাজীববাবু, এমনটাই অভিযোগ তাঁর। নির্দল প্রার্থী উত্তম দাসের কথায়, ‘মানুষ চেয়েছেন বলেই আমি নির্দল হিসেবে দাঁড়িয়েছি।’

তৃণমূল প্রার্থী রাজীব পুরোহিত বলেন, দলের সর্বোচ্চ স্তর থেকে প্রার্থী হিসেব আমার নাম ঘোষণা করা হয়েছে। যোগ্য মনে করেছেন বলেই শীর্ষ নেতৃত্ব আমায় টিকিট দিয়েছেন। উনি পদত্যাগ করেছেন জানা নেই। ওয়ার্ড সভাপতি হিসেবে উত্তমবাবুর দলের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। বিষয়টিকে গুরুত্বই দিতে রাজি নন এই ওয়ার্ডের বামপ্রার্থী। তাঁর বক্তব্য, এই ওয়ার্ড বামেদের ছিল, বামেদেরই থাকবে।

আরও পড়ুন: UP Elections 2022: ভোটের মুখে বড় ধাক্কা, আচমকা দলত্যাগ তারাবগঞ্জের কংগ্রেস প্রার্থীর, যোগ বিজেপিতে

নির্দল হিসেবে লড়বেন রাজপুর-সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কার্তিক বিশ্বাস৷ এবার তাঁর পরিবর্তে মোফাজন হোসেন ওরফে ভুলুকে টিকিট দিয়েছে তৃণমূল৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার মিশন পল্লি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কার্তিকের অনুগামীরা৷ পরে কার্তিকবাবু জানান, নির্দল হয়ে ভোটে লড়বেন৷ সেই সঙ্গে তৃণমূল নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ ঝরে পড়ে৷ তাঁর অভিযোগ, ‘টাকার বিনিময়ে টিকিট বিক্রি হচ্ছে৷’

বৃহস্পতিবার রাজ্যের বকেয়া পুরসভাগুলির ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়৷ তার পরের দিনই সবকটি পুরসভার প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল৷ কিন্তু তালিকা প্রকাশের পর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে অসন্তোষ৷ কোথাও প্রার্থী বদলের দাবি উঠেছে, কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তা অবরোধ-বিক্ষোভ দেখানো হচ্ছে৷ কেউ কেউ দলবদল করে কংগ্রেসেও চলে গিয়েছেন৷ আবার অনেকে নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন৷

আরও পড়ুন: TMC: ‘টাকার খেলা হচ্ছে’, প্রার্থী হতে না পেরে নির্দল লড়বেন সোনারপুরের বিদায়ী কাউন্সিলর কার্তিক

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Firhad Hakim | সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Supreme Court | সুপ্রিম কোর্টে পিছোল ভোটার তালিকা সংশোধনী মামলা পরবর্তী শুনানি কবে ? দেখুন বড় আপডেট
04:41:57
Video thumbnail
Weather Update | প্রবল দু/র্যো/গের আশ/ঙ্কা, কোন কোন জেলায় জারি সতর্কতা? দেখুন আবহাওয়ার আপডেট
02:47:41
Video thumbnail
Sayani Ghosh | অপারেশন সিঁদুর নিয়ে পার্লামেন্টে বাংলায় আ/গু/ন ঝরানো ভাষণ সায়নী ঘোষের দেখুন সেই ভিডিও
04:37:23
Video thumbnail
Indian Army | অপারেশন শিবশক্তি, নিয়ন্ত্রণ রেখায় সাফল্য ভারতীয় সেনার, খতম ২ জঙ্গি
01:27:50
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:54:06
Video thumbnail
Russia | Earth Quake | রাশিয়ার পর এবার জাপান, আলাস্কাতেও জারি সতর্কতা, নিরাপদে রয়েছে ভারত?
14:34
Video thumbnail
Firhad Hakim | সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস, দেখুন সরাসরি
11:52
Video thumbnail
ISRO-NASA | ইসরো নাসার যৌথ উদ্যোগ, মহাকাশে পাড়ি দিচ্ছে 'NISAR', কী কার্যকারিতা এই উপগ্রহের
10:17
Video thumbnail
Bihar Incident | বিহারে SIR আবহে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে এবার ট্রাক্টর! নীতীশ গড়ে এ কি কাণ্ড?
04:37

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39