Tuesday, August 12, 2025
HomeকলকাতাAnis Khan Murder: আনিস খান 'খুনের' ঘটনায় SIT তৈরি করল রাজ্য সরকার...

Anis Khan Murder: আনিস খান ‘খুনের’ ঘটনায় SIT তৈরি করল রাজ্য সরকার  

Follow Us :

কলকাতা: আনিস খান মৃত্যু (Anis Khan Murder Case) তদন্তে সিট (বিশেষ তদন্তকারী দল) তৈরি করল রাজ্য সরকার। কমিটিতে থাকবেন মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি ও আরও কয়েকজন। ১৫ দিনের মধ্যে এই নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য, আনিস খানের মৃত্যুর রহস্যের জট খুলতে নিরপেক্ষ তদন্ত করবে রাজ্য সরকার। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আনিস খানের পরিবারকে মুখ্যমন্ত্রীর বার্তা, তাঁদের বাড়ির ছেলের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যেই দোষী হোক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

আনিস-কাণ্ডে সোমবারই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নবান্নে তিনি বলেন, ‘আনিসের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত বিধানসভা ভোটেও তৃণমূলের হয়ে কাজ করেছে আনিস। আমাকে অনেক সাহায্যও করেছে।’ আনিসের পরিবারের উদ্দেশে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আপনাদের ছেলেকে তো আর ফিরিয়ে দিতে পারব না। যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে, এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হবে।’

গত শুক্রবার রাতে আমতার দক্ষিণ খান পাড়ায় অস্বাভাবিক মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। তাঁর বাবা সালেম খানের অভিযোগ, পুলিসের পোশাক পরা একজন এবং সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা তিন যুবক ছেলেকে ডাকে। বলা হয়, তারা আমতা থানা থেকে এসেছে। ঘরে ঢুকে পুলিসের পোশাক পরা যুবক সালেমকে একটি ঘরে আটকে রাখে। তার হাতে বন্দুক ছিল। বাকি তিনজন ছাদে চলে যায়। সালেম জানান, তাঁর ছেলে তখন ছাদেই ছিল। কিছুক্ষণ পর ওই তিনজন নেমে এসে পুলিসের উর্দিধারীকে বলে, স্যার, কাজ হাসিল হয়ে গিয়েছে। এরপরেই চারজন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বাড়ির সামনে আনিসকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে আর বাঁচানো যায়নি।

আরও পড়ুন- Anis Khan: ব্যারিকেড ভেঙে SFI-এর বিক্ষোভ, পুলিসি নিরাপত্তায় আনিসের বাড়িতে ফরেন্সিক দল

শনিবার সকাল থেকে ওই ঘটনা নিয়ে গোটা রাজ্যে তোলপাড় চলছে। আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবি তুলে জানায়, রাজ্য পুলিসের উপর তাঁদের আস্থা নেই। বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে আন্দোলনে নেমেছে। সোমবার বিকেলে কলকাতা শহরে মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আনিস-কাণ্ডের তদন্তে সিট গঠনের কথা ঘোষণা করলেন।

 

RELATED ARTICLES

Most Popular