কলকাতা: শুরু হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Exam) ফর্ম ফিলাপ। আগামি ২৪ ডিসেম্বর থেকে অনলাইন মোডে জেইই (JEE 2022) ২০২২ পরীক্ষার ফর্ম ফিলাপ করা যাবে।
দিন কয়েক আগেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপের তারিখ ২১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। তবে, আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ২১ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর ফর্ম ফিলাপের তারিখ ঘোষণা করা হয়েছে। কোনও ছাত্র-ছাত্রীদের আবেদনপত্র পূরণ করতে সমস্যা হয় তার জন্য হেল্পলাইন নম্বর দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫০০৫০ ও ১৮০০১০২৩৭৮১। আবেদনপত্র পূরণ ফি বাবদ লাগবে ৫০০ টাকা।
শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (wbjeeb.nic.in) এর মাধ্যমে ফর্ম ফিলাপ করতে পারবেন। ২৪ ডিসেম্বর ২০২১ থেকে অনলাইন ফর্ম ফিলাপ চলবে ১০ জানুয়ারি ২০২২ পর্যন্ত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৩ এপ্রিল। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের বিভিন্ন কোর্সের ভর্তির জন্যই মূলত হবে এই পরীক্ষা।
- রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
- রেজিস্ট্রেশন শুরু হবে ২৪ ডিসেম্বর ২০২১
- ফর্ম ফিলাপের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২২
- ফর্ম কারেকশন করা যাবে ১১ থেকে ১৩ জানুয়ারি
- অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১৮ এপ্রিল ২০২২
- রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৩ এপ্রিল ২০২২
- রেজাল্টের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- Bankura school: করোনা আক্রান্ত শিক্ষিকা, পিছিয়ে দেওয়া হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা
করোনার কারণে প্রায় দু’বছর স্কুলে যায়নি পড়ুয়ারা। ২০২১ সালে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে আবার স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক (Madhyamik Exam 2022) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022)। ২০২২ সালের ৭ই মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চ মাধ্যমিক মিটলে তবেই হবে জয়েন্ট এন্ট্রান্স।