কলকাতা: নতুন বছরের শুরুতেই ক্রমশ কমছে তাপমাত্রা। কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ার ফলে ক্রমশই বাড়ছে ঠান্ডার দাপট। মঙ্গলবার এক ধাক্কায় বেশ কিছুটা নামল তাপমাত্রা।সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ১৩.৫ ডিগ্রি। ফলে চালু হয়ে গিয়েছিল ঠান্ডার দাপট। যা মঙ্গলবার আরও কিছুটা কমে দাঁড়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার পর আজ, মঙ্গলবার মরশুমের শীতলতম দিন।
তবে, এই ঠান্ডার আমেজ যে চিরস্থায়ী হবে না তা আগেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিন কয়েকের মধ্যেই শীতের এই দাপট ক্রমশই কমে আসবে। কারণ, দুটি পশ্চিমী ঝঞ্ঝা। দিন কয়েকের মধ্যেই এই দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাবে শীত। ফলে ক্রমশই স্বাভাবিক হবে তাপমাত্রা।
কার্যত গোটা ডিসেম্বর জাঁকিয়ে শীত ছিল অধরা৷ তার উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষে অকাল বর্ষণ হয়েছে৷ বর্ষবিদায়ের শেষলগ্নে কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে৷ তখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, নতুন বছরের শুরু থেকেই ফিরবে শীতের আমেজ৷ সেই পূর্বাভাস মিলে যাওয়ায় খুশি শীতপ্রেমীরা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকবে৷ একইসঙ্গে আবহাওয়া শুকনো থাকবে৷ সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে৷
আরও পড়ুন- Covid 19: সরকারি হাসপাতালের বহু চিকিৎসক, নার্স করোনায় আক্রান্ত, সংকটে পরিষেবা