কলকাতা: নতুন বছরের শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে আবহাওয়া খানিকটা শীতল থাকলেও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়তেই আরও বাড়বে তাপমাত্রা। ফলে উধাও হবে শীতল আমেজ। ঠান্ডা না থাকলেও ঘন কুয়াশার সর্তকতা জারি রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায়ও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। ফলে সপ্তাহের শেষে আরও বাড়বে তাপমাত্রা।
কলকাতায় সকাল থেকেই মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। আগামি ২৪ ঘন্টা শীতের আমেজ থাকলেও তারপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিনদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। । যা স্বাভাবিকের থেকে তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি। আর বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।
একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে।
আরও পড়ুন- Covid-19 Surge: কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, পুরভোটের প্রচারে জমায়েতে রাশ টানতে চাইছে কমিশন
পূর্ব ভারতের বিহারে কোল্ড-ডে পরিস্থিতি থাকবে আগামী ২৪ ঘন্টা। ঘন কুয়াশার সতর্কতা জারি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে। আসাম, মেঘালয়ে ঘন কুয়াশা। অতি ঘন কুয়াশা থাকবে সিকিম ও উত্তরবঙ্গে। বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কবার্তা।