Thursday, August 14, 2025
HomeকলকাতাWeather Update: প্যাচপ্যাচে গরম, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

Weather Update: প্যাচপ্যাচে গরম, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

Follow Us :

কলকাতা: মার্চের প্যাচপ্যাচে গরমের মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Alipur Weather Office)। খুব শীঘ্রই বদলে যেতে চলেছে আবহাওয়া (Weather)। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে আগামী কয়েকদিন।

আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আংশিক মেঘলা থাকবে আকাশ। থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে ফলে গরমের অস্বস্তি কিছুটা হলেও কমবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়াও আগামী ৩ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, লাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়ও ভারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। একই পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয় সংলগ্ন সিকিমে।

আরও পড়ুন- Galsi Murder: কুড়ুল বিদ্ধ যুবকের গ্রামে পৌঁছতেই গলসীতে গাড়ি-বাড়িতে আগুন

এছাড়া আগামী ৬ এপ্রিল দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করতে পারে। এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular