কলকাতা: ছাব্বিশের আগে শেষ একুশের সভা। উৎসাহ তুঙ্গে তৃণমূল (Tmc) কর্মী-সমর্থকেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলামুখী (Dharmatala) হয়েছেন তারা। সকাল থেকেই সরগরম ধর্মতলা (Dharmatala) চত্বর। সড়কপথ, ট্রেন পথ এমনকী জল পথেও অনেকেই যোগ দিতে চলেছেন একুশের সভায় (21 July)। হাওড়া (Howrah) থেকে জলপথেও ধর্মতলার শহিদ সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: একুশে জুলাই উপলক্ষে শহরের রাস্তায় নিয়ন্ত্রণ যান চলাচল
প্রতিবছর ২১ শে জুলাই য়ে ভিড় জমে শহরে। তৃণমূল নেত্রী তাঁর কর্মীদের চাঙ্গা করতে একের পর এক বার্তা দেন এই মেগা সমাবেশ থেকে। আর এবার ২৬- র নির্বাচনের ভোটের মুখে শেষ সমাবেশ। কর্মী সমর্থকদের কী বার্তা দেন তৃণমীল নেত্রী , সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন তারা।
দেখুন আরও খবর: