নয়া দিল্লি, স্বাধীন ভারতে (Indipendent India) এই প্রথমবার সেনা বাহিনীতে (Indian Army) বড় চমক। ৮০ জন মহিলা ভারতীয় সেনা কর্নেল পদে নির্বাচিত হয়েছেন। পুরুষদের সঙ্গে প্রতিযোগিতায় লড়াইয়ে পাল্লা দিয়ে একধাপ এগিয়ে গেল ভারতীয় সেনার মহিলা বাহিনী।
ভারতীয় সেনা বাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রথম পুরো সেনা ইউনিটের কমান্ডিংয়ের দায়িত্ব পেতে চলেছেন মহিলা সদস্যরা। এখনও পর্যন্ত ৮০ জন মহিলা কর্নেল পদের জন্য নির্বাচিত হয়েছেন। কিছুদিনের মধ্যে মহিলা কর্নেলদের আরও একটি তালিকা প্রকাশ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ছিল ১০৮টি।
দেশে এই প্রথম ১০৮ জন মহিলাকে ভারতীয় সেনা বাহিনীতে কর্নেল পদে নিয়োগের জন্য একটি সেনা বোর্ড গঠন করা হয়েছে। মহিলাদের পদোন্নতির এই প্রক্রিয়া শুরু হয় গত ৯ জানুয়ারি। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই নিয়োগ প্রক্রিয়া। সূত্রের খবর, সেনা বাহিনীর বিভিন্ন শাখায় কর্নেল পদের ১০৮টি পদের জন্য ২৪৪ জন মহিলা সেনা আধিকারিক আবেদন করেন।
কর্পস অফ ইঞ্জিনিয়ার্স বিভাগে সর্বাধিক ২৮টি শূন্য পদ ছিল। ওই পদের জন্য ৬৫ জন মহিলা সেনা আধিকারিকের নাম বিবেচনা করা হয়েছে। আর্মি অর্ডিন্যান্স কর্পস এবং ইলেকট্রিক্যাল-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যথাক্রমে ১৯ এবং ২১টি শূন্য পদ রয়েছে। ওই দুই বিভাগে ৪৭ জন মহিলা আধিকারিককে কর্নেল পদের জন্য নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুনঃ Share Market: সপ্তাহান্তে ফের পড়ল শেয়ার দর, মাথায় হাত লগ্নিকারীদের
গত বছরের ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৫ বছরে পা দেয় ভারত। সেই উপলক্ষে এক বছর ধরে দেশে অমৃত মহোৎসব পালিত হচ্ছে। সেনা বাহিনীর দাবি, ৭৫ বছরের ইতিহাসে এটা একটা বড় প্রাপ্তি। মহিলাদের ক্ষমতায়ন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সেনা বাহিনী। এ মাসের শেসের দিকেই ওই ৮০ জনকে পোস্টিং দেওয়া হবে বলে সেনা সূত্রের খবর।