নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানিয়ে এবার সাসপেন্ড হলেন রাজ্যসভার ১৯ জন সাংসদ৷ তাঁদের চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হল৷ সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে সাতজনই তৃণমূলের৷ তাঁরা হলেন সুস্মিতা দেব, মৌসম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমুল হক৷ এছাড়া ডিএমকের হামিদ আবদুল্লা, আর গিরিরাজন, এনআর এলাঙ্গো, এম শানমুগান এবং কানিমোঝি, সিপিএমের এএ রহিম এবং ভি শিবাদাসান, টিআরএসের বি লিঙ্গাইয়া যাদব, রবীহান্দ্রা ভাদ্দিরাজু এবং দামোদর রাও দিভাকোন্দা, সিপিআইয়ের সন্তোষ কুমারকেও সাসপেন্ড করা হয়৷ শাস্তিপ্রাপ্ত সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের চিৎকার-চেঁচামেচিতে বারবার পণ্ড হচ্ছে অধিবেশন৷ স্বাভাবিক কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছে৷ এই কারণ দেখিয়ে বিরোধী দলের ১৯ জন সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যানের৷
গতকাল সোমবারই পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় লোকসভা কংগ্রেসের চার সাংসদকে৷ তাঁরা হলেন এম টেগোর, রামইয়া হরিদাস, জ্যোতিমণি এবং টিএন প্রতাপন৷ আগামী ১২ অগাস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন৷ ততদিন সাসপেন্ড হওয়া ওই চার কংগ্রেস সাংসদ অধিবেশনে যোগ দিতে পারবে না বলে জানিয়ে দেন অধ্যক্ষ ওম বিড়লা৷ ওই চার সাংসদের আচরণে ক্ষুব্ধ হন তিনি৷ অধিবেশন চলাকালীন তাঁরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান৷ ওম বিড়লা তাঁদের সতর্ক করলেও সেকথা কানে তোলেননি৷ তখন তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ৷