Thursday, August 7, 2025
HomeদেশJahangirpuri Clash: সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতেই সংঘর্ষ, দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনায় গ্রেফতার ১৪

Jahangirpuri Clash: সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতেই সংঘর্ষ, দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনায় গ্রেফতার ১৪

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিস৷ শনিবারের হিংসার পরই পুলিস দ্রুত ব্যবস্থা নেয়৷ দায়ের করে এফআইআর৷ সংঘর্ষে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়৷ পরে দিল্লি পুলিস জানায়, ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় জড়িত বাকিদেরও খোঁজ চলছে৷ দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ সংঘর্ষের রূপ নেয় না কি নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র, তা জানার চেষ্টা করছে পুলিস৷ হিংসার তদন্তে ১০টি তদন্তকারী দল গঠন করেছে দিল্লি পুলিস৷

সেদিন ঠিক কী হয়েছিল? ঘটনার প্রত্যক্ষদর্শী ইনস্পেক্টর রাজীব রঞ্জন এফআইআরে জানিয়েছেন, শোভাযাত্রা শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল৷ সি-ব্লকের মসজিদের কাছে আসতেই ৪-৫ জনকে নিয়ে এক ব্যক্তি শোভাযাত্রায় অংশ নেওয়া দের সঙ্গে তর্ক জুড়ে দেন৷ ক্রমেই তা বিবাদ এবং সেখান থেকে সংঘর্ষের রূপ নেয়৷ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস প্রথমে দুই গোষ্ঠীকে সরিয়ে দেয়৷ কিন্তু কিছুক্ষণ পরই সংঘর্ষ বাধে৷ শুরু হয় পাথর ছোড়া৷ হনুমান জয়ন্তীতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই পাথর ছোড়া হয়েছিল বলে এফআইআরে জানিয়েছেন রাজীব রঞ্জন৷

শনিবারের সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৷ অধিকাংশই পুলিস কর্মী৷ জানা গিয়েছে, দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ৮ পুলিসকর্মী৷ আহতদের মধ্যে সাব ইনস্পেক্টর মেধালাল মীনার চোট মারাত্মক৷ তাঁর হাতে গুলি লেগেছে৷ কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট নয়৷ পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে৷ এছাড়া জাহাঙ্গিরপুরির হিংসার ঘটনায় এক সাধারণ মানুষও আহত হয়েছেন৷

আরও পড়ুন: Jahangirpuri Clash: দিল্লির জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় আহত ৬ পুলিসকর্মী, আটক ১৫

রবিবার সকাল থেকে জাহাঙ্গিরপুরি ও আশেপাশের এলাকায় পুলিসকে টহল দিতে দেখা যায়৷ সংঘর্ষের পরই শনিবার রাতে উত্তরপ্রেশের বুদ্ধনগর এলাকায় হাইঅ্যালার্ট জারি করা হয়৷ দিল্লি পুলিস খুনের চেষ্টা, দাঙ্গা এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে কড়া পুলিসি প্রহরা বসানো হয়েছে৷ দিল্লির পুলিস কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে৷ তাদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

শনিবার রাকেশ আস্থানার সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দিল্লি পুলিসের স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা)-এর থেকেও ঘটনার বিস্তারিত তথ্য চান৷ হিংসার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে শান্তি ফিরিয়ে আনতে পুলিসকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাথর ছোড়ার ঘটনার নিন্দা করে সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39