বহরমপুর: পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদে কংগ্রেসে যোগদান অব্যাহত। এবার শামসেরগঞ্জের প্রতাপগঞ্জে তৃণমূল কংগ্রেসে ফের ভাঙন ধরালো জাতীয় কংগ্রেস। শুক্রবার সন্ধ্যা নাগাদ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন প্রতাপগঞ্জ পঞ্চায়েতের উপ প্রধান সাদেমান আলী, যুব সভাপতি জাহাঙ্গীর শেখ সহ কয়েকটি বুথের কয়েক শতাধিক কর্মী সমর্থক। সামশেরগঞ্জের ঘোষপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে আনুষ্ঠানিকভাবে নবাগতদের হাতে কংগ্রেসের পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ এবং কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী আনারুল হক বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ
মুর্শিদাবাদে তৃণমূল (TMC) থেকে কংগ্রেসে (Congress) যোগদান হয়েই চলেছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের (Murshidabad Zilla Parishad) বিদায়ী স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছেন সম্প্রতি। তৃণমূলের দাবি, বিদায়ী স্বাস্থ্য কর্মাধক্ষ আনারুল হক বিপ্লবকে (Anarul Haque Biplab) গত ২০২১ সালে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আনারুল হক গত বুধবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন।
আরও পড়ুন: Hooghly | thunderstorm | মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে তারকেশ্বরে মৃত ২, জখম স্কুল ছাত্র
পঞ্চায়েত ভোটের আগে প্রায়ই জেলার বিভিন্ন প্রান্তে কংগ্রেসে যোগদান চলছে। জেলা স্তরের নেতা কংগ্রেসে যোগ দেওয়ায় উজ্জীবিত কংগ্রেস শিবির। সম্প্রতি মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা ব্লকের কুলি মাঠে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Choudhury) হাত ধরে দেড় হাজারের বেশি তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপি (BJP) কর্মী সমর্থক যোগদান করেন কংগ্রেসে। তারপর একাধিক দিনে বহরমপুরে কংগ্রেসের পার্টি অফিসে কংগ্রেসে যোগদান হয়েই চলেছে।