Tuesday, November 11, 2025
Homeমালয়েশিয়ায় ভারতের নিখুঁত প্রত্যাঘাতের কথা তুলে ধরলেন অভিষেক

মালয়েশিয়ায় ভারতের নিখুঁত প্রত্যাঘাতের কথা তুলে ধরলেন অভিষেক

ওয়েব ডেস্ক: কুয়ালালামপুরে ‘অপারেশন সিঁদুরের’-এর (Operation Sindoor) প্রচারে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবাসরীয় সকালে কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

আরও পড়ুন: জিএসটি রেজিস্ট্রেশনেও দুর্নীতি? ঘুষ দেব, প্রতিক্রিয়ায় জবাব নির্মলার

সূত্রের খবর, এই সভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ভারত নিখুঁত প্রত্যাঘাত করেছে। ভারতের প্রত্যাঘাতে ৯টি জঙ্গিঘাঁটি ধূলিসাৎ হয়েছে। নিরীহদের কোনও ক্ষতি করেনি ভারতীয় সেনা। পাকিস্তানে একজন সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।

তৃণমূল নেতা আরও বলেন। সবার আগে জাতীয় নিরাপত্তা। দলের আগে দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে জাপান, ইন্দোনেশিয়া, মালেশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে গিয়েছেন প্রতিনিধি দল। সব জায়গায় একটাই কথা, সন্ত্রাস দমনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News