২৮ আগস্ট শীর্ষ আদালতের নির্দেশে এআইএফএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারশন) এর নির্বাচন হতে চলেছে। তারজন্য জাতীয় ফুটবল ফেডারশনের সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন এই বাংলার প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া।
সৌরভের মত বাইচুংও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সিকিমের ছেলে হলেও, বাইচুংয়ের ফুটবলের বার বাড়ন্ত এই কলকাতাতেই। দেশের ফুটবল ফেডারশনের খোল নলচে বদলে ফেলতে চায়, মহামান্য শীর্ষ আদালত। সকলেরই জানা যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ফিফা ব্যান করেছে ভারতকে। এই জট কাটাতে দ্রুত নির্বাচন করে কমিটির হাতে দায়িত্ব তুলে দিতে চায় কোর্ট।
নুতন ভাবে দেশের ফুটবল ফেডরেশনকে ঢেলে সাজাতে যে প্রক্রিয়া শুরু হয়েছে , শুক্রবার , সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন পাহাড়ি বিছে। তবে বাইচুং একাই নন। সভাপতি পদে জমা পড়েছে আরও ৬ টি মনোনয়ন পত্র। এঁদের মধ্যে আছে বাংলা বিজেপি-র সক্রিয় কর্মকর্তা – প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে, মানভিন্দর সিং, শাজি প্রভাকরণ, এন এ হ্যারিস, ইউজেনেশন লিঙ্গদোহ এবং ভালাঙ্কা আলেমাও।
এঁদের অধিকাংশের নাম শোনা যাচ্ছিল, নির্বাচনে এঁরা অংশ নেবেন। কিন্তু বাইচুং রাজি হবেন কিনা তা নিয়ে দোটানায় ছিল সকলে। সুপ্রিম কোর্ট যে তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছে, তাঁদেরই একজন দেশের প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। কিছুটা তাঁর ইচ্ছেতেই রাজি হয়েছেন বাইচুং।
https://twitter.com/newshots2021/status/1560559822856015873?t=Og7rq1SX0SlQCXOe6cbdaA&s=19
বাইচুং – এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আমার ধারণা, ফুটবলাররা প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব নিলে – ফুটবলের অনেক সমস্যা দূর হতে পারে। প্রাক্তন জাতীয় ফুটবলার হিসাবে এই পদে থেকে দেশের জন্য অনেক কিছু করার সুযোগ থাকে।”
https://twitter.com/TheHinduSports/status/1560645301932736514?t=Gy1UXjMySfcZUa0ePX8e1Q&s=19
ফিফার ব্যান প্রসঙ্গে বাইচুং বলছেন, ” এটা কিছুটা বাড়াবাড়ি মনে হয়েছে । আবার এটাও ঠিক , সঠিক কাজে সঠিক লোক থাকলে , উন্নতি হতে বাধ্য।”
সোমবার সুপ্রীম কোর্টের শুনানির দিকে তাকিয়ে সকলের। আদালত নির্বাচনের নীতি নির্ধারণ করে কিনা সেটাই দেখার। দেশের প্রাক্তন এই জাতীয় ফুটবলারটি মনে করেন, ইউরোপে বিভিন্ন দেশে প্রাক্তন ফুটবলাররা প্রশাসনিক পদে বসে কাজ চালাচ্ছেন। সেখানে পরিকাঠামো, সিস্টেম সব সামলে সেখানকার ফুটবলে অনেক উন্নতি হচ্ছে। বেকেনবায়ারের হাতে (২০০৬ সালে ওয়ার্ল্ড কাপের মূল কমিটিতে) দেশের ফুটবল চলে যাওয়ার পর, জার্মানি এগিয়েছে। আবার প্লাতিনিকে দেখুন। তিনি উয়েফার শীর্ষ কর্তা হয়েছিলেন।
https://twitter.com/Nawab_Alivardi/status/1560632428221239296?t=EbY6NVCRR4Yr6WxYkRu7SQ&s=19
ছবি: সৌ টুইটার।