ওয়েবডেস্ক- পাক সেনা প্রধান আসিম মুনিরকে (Pakistan Army chief Asim Munir) একাহাত নিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (AIMIM MP Asaduddin Owaisi)। আসিম মুনিরকে নিশানা করে মিম প্রধান বলেন, ‘সড়কছাপ আদমি’ (sadakchaap aadmi) । আমেরিকা থেকে বসে ভারতকে পরমাণু হুমকি (Nuclear bluff) দেন পাক সেনা প্রধান আসিম মুনির।
বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির। আর সেখান থেকে বসেই ফের ভারতের বিরুদ্ধে লম্ফঝম্ফ শুরু করেছেন তিনি। মুনিরের হুমকি, পাকিস্তানে হামলা চালালে প্রত্যাঘাত করতে ছাড়বে না তারা। প্রয়োজনে পরমাণু হামলা চালাতেও পিছুপা হবে না।
অপারেশন সিঁদুরের পর এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন পাক ফিল্ড মার্শাল। আর সেখান থেকে ভারতকে নিশানা করে ফের হুমকি দিয়ে চলেছেন মুনির। আর এই হুমকির পরেই পাল্টা দিলেন মিম প্রধান। পাক সেনা প্রধানকে সড়কছাপ আদমি বলে তীব্র কটাক্ষ ওয়াসির। সেইসঙ্গে মিম প্রধান বলেন, আমাদের এটা বুঝতে হবে যে, পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে এখন আমাদের এই ধরনের হুমকি পেতে হবে, তাই আমাদের প্রতিরক্ষা বাজেট আরও বাড়াতে হবে, যাতে আমরা প্রস্তুত থাকতে পারি।
আমেরিকা থেকে পাক সেনা প্রধানের হুমকি, “যদি পাকিস্তান ধ্বংস হয়ে যায়, তাহলে এটি অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবে”। আমরা একটি পারমাণবিক শক্তিধর জাতি, যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।
আরও পড়ুন- ঐতিহাসিক! ভারতের কাঁধে চড়ে এবার মহাকাশে পাড়ি দিচ্ছে আমেরিকা
ফ্লোরিডার টাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিলার অবসর অনুষ্ঠানে এই কথা বলেন মুনির। পাক সেনা প্রধানের আরও বক্তব্য, “আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব, এবং যখন তারা তা করবে, তখন আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ধ্বংস করব। সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়।
মুনিরের আরও বক্তব্য, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। তিনি ভারতের উপর পারমাণবিক হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। মুনিরে আরও কথা, আমরা ভারতের পূর্ব থেকে শুরু করব, যেখানে তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছে, এবং তারপর পশ্চিম দিকে অগ্রসর হব। ভারতের বিরুদ্ধে নিলর্জ্জ আক্রমণের সুর শানিয়ে বলেন, ধরে নিন ভারত হাইওয়েতে চকচকে মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, কিন্তু আমরা নুড়ি ভর্তি ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়িতে ধাক্কা খায়, তাহলে কে হেরে যাবে?”
এদিকে পাকিস্তানের এই অভিযোগের জবাবে ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না, দেশের নিরাপত্তা রক্ষায় তার সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
দেখুন আরও খবর-