দিল্লি: আবার স্বমহিমায় ফিরতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India)! আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। জানা গিয়েছে, নতুন ৫০০টি এয়ারক্রাফট (Aircraft) কেনার বরাত দিতে চলেছে এয়ার ইন্ডিয়া সংস্থা। দেশীয় বিমান সংস্থাটিকে হাতে নিয়েছে টাটা সন্স (Tata Sons) সংস্থা। এবার সংস্থার শ্রীবৃদ্ধির দিকেই নজর দিয়েছে তারা বলে খবর।
সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এয়ারবাস (Airbus) এবং বোয়িং (Boeing) দুই ধরনের এয়ারক্রাফটই কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। ৪০০টি মতো ন্যারো-বডি জেট (Narrow Body Jet) এবং ১০০-রও বেশি এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৮৭ ও ৭৭৭ কেনা হবে বলে খবর। লক্ষ কোটি টাকার এই চুক্তি এখন চূড়ান্ত স্তরে বলে জানিয়েছে নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্র। এ বিষয়ে এখনও মুখ খোলেনি এয়ারবাস (Airbus) এবং বোয়িং (Boeing)। টাটা সন্সের (Tata Sons) তরফেও এখনই কিছু প্রতিক্রিয়া আসেনি।
আরও পড়ুন: NitIsh Kumar: বিজেপিকে হারাতে দরকার বিরোধীদের একটাই ফ্রন্ট, দাওয়াই নীতিশের
প্রসঙ্গত, এই বছরের ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ মালিকানা হাতে নেয় টাটা সন্স গ্রুপ। মালিকানা হাতে পেয়েই সংস্থার হৃতগৌরব পুনরুদ্ধারে মনোযোগী হয়েছে টাটা। একাধিক বেসরকারি উড়ান সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় রীতিমতো ধুঁকছিল এয়ার ইন্ডিয়া। চলছিল ব্যাপক লোকসানে। টাটা মালিকানা নেওয়ায় খুশির হাওয়া বয়েছিল কর্মী মহলে। এবার এল নতুন ৫০০টি এয়ারক্রাফট কেনার খবর।