Thursday, October 23, 2025
HomeCFSL-এর নতুন ভবনের উদ্বোধন অমিত শাহের

CFSL-এর নতুন ভবনের উদ্বোধন অমিত শাহের

ওয়েব ডেস্ক: অপরাধের তদন্তে ফরেন্সিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এই ফরেন্সিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (CFSL) নতুন ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার সেখানে তিনি বলেন, অপরাধী চিহ্নিত করতে সিএফএসএলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ক্রাইম সিন পর্যবেক্ষণ, তদন্তে সিএফএসএল গুরুত্বপূর্ণ।নতুন সিএফএসএলে থানাগুলি উপকৃত হবে। ফরেন্সিক পরীক্ষায় আর্থিক দুর্নীতিও ফাঁস হচ্ছে। বায়োলজি, নারকোটিক্স সব বিভাগ চালু। অপরাধের ধরন বদলাচ্ছে। অপরাধীদের থেকে দুকদম এগিয়ে ভাবতে হয় তদন্তকারীদের। সঠিক বিচার পাইয়ে দেওয়াই লক্ষ্য। এখন ১৭ হাজার ১৮৪ থানা সব সিসিটিএনে জুড়ে রয়েছে। অনলাইনে একসঙ্গে সবার তথ্য সামনে আসছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও জানান, ক্রিমিনাল জাস্টিস পদ্ধতিতে পরিবর্তন আসছে। প্রতিটা গরিব যেন মাথা উঁচু করে থানা যেতে পারেন। ন্যায় পেতে পারেন। ওঁর শরীরে, সম্পত্তির সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। থানায় যায়। ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার নিয়ম রয়েছে। প্রতিটা জেলায় একটি ফরেন্সিক মোবাইল ভ্যান দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন। সংবিধান নির্মাতারা স্বাধীনতার স্পিরিটকে তাতে ভরেছেন। তাকে জমিতে নিয়ে যাওয়ার কাজ দেরিতে হয়েছে। বিশেষ ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা রয়েছে।

আরও পড়ুন: ‘ক্রিমিনাল জাস্টিস পদ্ধতিতে পরিবর্তন আসছে’

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সামনে বক্তব্য রাখবেন অমিত শাহ। সেখানে তিনি আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে কর্মসূচি ঠিক করে দিতে পারেন। গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে সুর বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুথ, মণ্ডল স্তর থেকে বিজেপিকে দিশা দেখাতে পারেন। বিশেষ করে গত বিধানসভা ও গত লোকসভায় বিজেপির খারাপ ফলের নিরিখে নতুন কি পথ শাহ দেখান সেদিকেই তাকিয়ে রয়েছেন বিজেপি কর্মীরা।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News