Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমঙ্গলবার বারাণসীতে অমিত শাহ-র বৈঠক, উপস্থিত যোগীও

মঙ্গলবার বারাণসীতে অমিত শাহ-র বৈঠক, উপস্থিত যোগীও

ওয়েব ডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বে বারাণসীতে ২৫ তম কেন্দ্রীয় জোনাল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই বৈঠকে উপস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। বারাণসীর মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এই বেঠক। সূত্র মারফত খবর, এদিন দুপুর ১১ টা থেকে শুরু হয়েছে এই বৈঠক, চলবে দুপুর ২ টো পর্যন্ত।

জানা গিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, উন্নয়ন, স্বাস্থ্য, প্রশাসনিক সমন্বয়ের মত একাধিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ছত্তিশগড়ের মুখ্য সচিবরা, নীতি আয়োগের প্রতিনিধি, আন্তঃরাজ্য পরিষদের সদস্যগণ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। সোমবারই বারানসীতে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন : ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি! একাধিক যাত্রীর বমি থেকে মাথাঘোরা, জ্ঞান হারালেন বিমানকর্মী

সূত্রের খবর, কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের মূলত লক্ষ্য প্রত্যেকটি রাজ্যের মধ্যে সম্পর্ক আরও মসৃন করা। এর পাশাপাশি আলোচনার মাধ্যমে আন্তঃরাজ্য বিরোধ নিষ্পত্তি করা, পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করা, প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহার নিশ্চিত করা এবং সংবেদনশীল অঞ্চলে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করা। মঙ্গলবারের এই বৈঠকটি রাজ্যগুলিতে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলির সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News