Tuesday, November 11, 2025
Homeঅনুব্রতকে ফের হাজিরার নোটিস

অনুব্রতকে ফের হাজিরার নোটিস

কলকাতা: আইসিকে হুমকির পরিপ্রেক্ষিতে প্রথম নোটিসে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূল নেতার আইনজীবীদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। এবার দ্বিতীয় নোটিস পাঠাল পুলিশ। রবিবার বেলা ১১টায় ফের বোলপুর এসডিপিও অফিসে তলব করা হয়েছে। কিন্তু বীরভূমের বাঘ হাজিরা দেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন: প্রভাব খাটিয়ে তৃণমূল নেতার মেয়ের চাকরি! বিস্ফোরক দাবি সুকান্তর

পুলিশ সূত্রে খবর, শনিবার অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা আধিকারিকের দফতরে অনুব্রত মণ্ডলের ৪ আইনজীবী যান। সেই দলে ছিলেন বোলপুর মহকুমা আদালতের আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য, সন্দীপ সরকার-সহ দু’জন। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলে দাবি আইনজীবীদের।

রবিবার বেলা ১১টা নাগাদ বোলপুরের এসডিপিও অফিসে তাকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পেরনোর আগেই অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় নোটিস ধরাল বীরভূম জেলা পুলিশ। অপরদিকে, গ্রেফতারির দাবিতে সাঁইথিয়া, রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News