ওয়াশিংটন ডিসি: জঙ্গির মুক্তির দাবিতে আমেরিকায় পণবন্দি করা হয় কয়েকজনকে৷ তারপর দফায় দফায় চলে আলোচনা৷ পণবন্দিদের নিরাপত্তায় প্রার্থনা কামনা করে মার্কিন জনগণ৷ অবশেষে ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলা টানটান উত্তেজনায় ইতি৷ পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল আততায়ী৷ রবিবার টুইটে জানান টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট৷ লেখেন, পণবন্দি সকলে জীবিত এবং সুরক্ষিত আছেন৷
Prayers answered.
All hostages are out alive and safe.
— Greg Abbott (@GregAbbott_TX) January 16, 2022
শনিবার আমেরিকার টেক্সাসে ইহুদিদের উপাসনাস্থানে ঢুকে কয়েকজনকে পণবন্দি করে এক বন্দুকবাজ৷ পরে লাইভস্ট্রিমে মার্কিন প্রশাসনের কাছে সে দাবি জানায়, অবিলম্বে মুক্তি দিতে হবে আফিয়া সিদ্দিকিকে৷ আফগানিস্তানে মার্কিন সেনা অফিসারদের খুনের চেষ্টার অভিযোগে পাকিস্তানি আফিয়াকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত৷ গোটা ঘটনায় প্রথমে মুখে কুলুপ আঁটেন মার্কিন প্রশাসনের কর্তারা৷ বন্দুকবাজের সঙ্গে আট ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন তাঁরা৷ আলোচনা চলাকালীন এক পণবন্দিকে অক্ষত অবস্থায় মুক্তিও দেয় সে৷ তবে কতজন ভিতরে পণবন্দি ছিল তা নির্দিষ্টভাবে জানাতে পারেনি টেক্সাস পুলিস৷
টেক্সাসের কোলিভিলের পুলিস ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছিল, অন্তত ৪-৫ জন ভিতরে আটকে পড়েন৷ ইহুদিদের পণবন্দিদের খবরে উদ্বেগ প্রকাশ করে ইজরায়েল৷ তারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রেখে চলে৷ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, বন্দুকবাজের কাছে বম্ব রয়েছে৷ যদিও পুলিস এব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি৷ দীর্ঘক্ষণ পর পুলিস জানায়, আফিয়া সিদ্দিকির মুক্তির দাবি জানিয়ে কয়েকজনকে পণবন্দি করা হয়েছে৷ পাকিস্তানি নিউরোসায়েনটিস্ট আফিয়াকে ‘লেডি কায়েদা’ নাম দিয়েছে একাধিক মার্কিন সংবাদপত্র৷ অভিযোগ, আল কায়েদার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে৷ বর্তমানে টেক্সাসের জেলে বন্দি সে৷ আফগানিস্তানে মার্কিন সেনাদের খুনের চেষ্টার অভিযোগে ২০১০ সালে নিউ ইয়র্কের আদালত আফিয়াকে ৮৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়৷ হাই-প্রোফাইল মামলাকে ঘিরে পাকিস্তানে সেই সময় যথেষ্ট রোষ ছড়িয়ে পড়েছিল৷
পণবন্দিদের কোনও ক্ষতি করেনি আততায়ী৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে৷ হোয়াইট হাউসের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয় এফবিআই-এর আধিকারিকরা৷ উপাসনাস্থান ঘিরে রেখেছিল টেক্সাস, ডালাসের পুলিস৷ টুইট করে পণবন্দিদের নিরাপত্তা কামনা করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট৷
আরও পড়ুন: Omicron America: ওমিক্রন মোকাবিলায় ৫০ কোটি কোভিড টেস্ট কিট বিলোচ্ছে বাইডেন সরকার