নয়াদিল্লি: বন্ধুর মেয়েকে বাড়িতে রেখে দিনের পর দিন ধর্ষণের (Rape) অভিযোগ উঠল দিল্লিতে (Delhi)। অভিযুক্ত ওই অফিসারের নাম প্রেমোদে খাখা (Premoday Khakha)। সে নারী ও শিশু কল্যাণ দফতরের ডেপুটি ডিরেক্টর (Deputy Director in the WCD Department) পদে কর্মরত ছিল। ২০২০ সালে ১ অক্টোবর ওই কিশোরীর বাবা মারা যায়। তারপর থেকে ওই অফিসারের বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছিল কিশোরী। এই ঘটনা সামনে আসতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) দফতর থেকে ওই অফিসারের সাসপেনশনের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ, বেশ কয়েক মাস ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে অভিযুক্ত। এই ঘটনায় মুখ্য সচিবের (Chief Secretary) কাছ থেকে রিপোর্ট তলব করেছেন কেজরিওয়াল। আমআদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ওই অফিসার জঘন্য কাজ করেছে। এই অপরাধের ঘটনাতে তার স্ত্রীর যোগও রয়েছে। এমন একটি ঘটনা যা সমাজকে নাড়িয়ে দিয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। এখনও পর্যন্ত দিল্লি পুলিশ ওই অফিসারকে গ্রেফতার করতে পারেনি। যা ভাবাচ্ছে। প্রত্যেকের মেয়ে রয়েছে। এটা খুব লজ্জানক ঘটনা। ওই অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আরও পড়ুন: সিপিএমের ইউনিয়ন ছাত্রটাকে মেরে ফেলল, যাদবপুর কাণ্ডে বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, ওই অফিসার খাখা ২০২০ সালের নভেম্বর মাস থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত বারংবার ধর্ষণ করেছে। অভিযুক্তের স্ত্রী কিশোরীকে সন্তান নষ্ট করবার ওষুধ দিয়েছিল। অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর খাখার স্ত্রীকে সব কথা জানিয়েছিল কিশোরী। দিল্লি সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, অপরাধ প্রমাণ হলে কঠোর শাস্তি হওয়া উচিত। নারী নিরাপত্তা ও শিশুদের অপব্যবহারের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে দিল্লি সরকার খুব সংবেদনশীল।
ওই কিশোরী এখন দ্বাদশ শ্রেণীতে পড়ে। একটি হাসপাতালের কাউন্সেলরকে এই বিষয়ে বর্ণনা দিয়েছে সে। এই মাসে উদ্বেগজনক অসুস্থতায় সেখানে ভর্তি হয়েছিল সে। জানুয়ারি মাসের ২০২১ সালে ওই কিশোরী অভিযুক্তর বাড়ি থেকে মায়ের কাছে ফেরে। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ওই অফিসারকে অপরাধী বলে বর্ণনা করেছেন। তার দ্রুত গ্রেফতারির আবেদন করেছেন।
স্বাতী মালিওয়াল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখেছেন, দিল্লিতে ডেপুটি ডিরেক্টেরর পদে বসে নারী ও শিশু কল্যাণ দফতরে কন্যা শিশুকে হেনস্তা করেছে। যার রক্ষা করার কথা। সেই এখানে অপরাধী। তাহলে মেয়েরা কোথায় যাবে? দ্রুত তাকে গ্রেফতার করা হোক।