কোচি: আগামী আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক কে? আদৌ কি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব দেবেন সিএসকে-কে। নাকি অন্য কারও হাতে দেওয়া হবে দলের কামান। শুক্রবার বেন স্টোকসকে (Ben Stokes) দলে নেওয়ার জন্য ঝাপায় চেন্নাই সুপার কিংস (CSK)। প্রত্যাশামতই তাঁকে ১৬.২৫ কোটি টাকায় দলেও নেয় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। এরপর থেকে অনেকেই মনে করছেন আগামী আইপিএলে ধোনির পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন ইংল্যান্ডের ক্রিকেট তারকা বেন স্টোকস।
প্রাক্তন কিউই ক্রিকেটার স্কট স্টাইরিস বলেন, ‘আমার মনে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন বেন স্টোকস। এর আগে ধোনিও ক্যাপ্টেন্সি করার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন।তিনি নিয়মিত ক্রিকেটও খেলছেন না। ব্যাটন হস্তান্তর করার এটাই সঠিক সময়। চেন্নাই টিম ম্যানেজমেন্টও সেটাই করবে বলে মনে হয়।’গত আইপিএল-এ ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। পরিবর্তে অধিনায়কত্ব করেছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু জাডেজা ব্যর্থ হওয়ায় অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করেন সেই মাহি।
আরও পড়ুন: IND VS BAN: মিরাজ-মিরাকল! জমে গেল দ্বিতীয় টেস্ট
উল্লেখ্য, আইপিএল (IPL) মিনি নিলামকে ঘিরে ছিল চমকের পর চমক। সবাইকে চমকে দিয়ে ১৮.২৫ কোটি টাকায় স্যাম কারানকে (Sam Curran) নেয় পঞ্জাব কিংস। স্যাম কা্রানের জন্য বিড করে চেন্নাই সুপার কিংস (CSK) এবং মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians)। কিন্তু অবশেষে শেষ হাসি হাসে পঞ্জাব কিংস (Punjab Kings)। উল্লেখ্য একসময় পঞ্জাবের হয়ে খেলতেন স্যাম কারন। আবারও পুরোনো দলে ফিরতে পেরে স্বভাবতই খুশি তিনি। একইসঙ্গে আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার হয়ে ওঠেন স্যাম।
অন্যদিকে, স্যাম কারানকে পঞ্জাব নেওয়ার কিছুক্ষন পরেই ক্যামেরুন গ্রীনকে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সাম্প্রতিক অতীতে ভারতে এসে দুরন্ত পারফর্ম করেন তিনি। ২০০-র ওপর স্ট্রাইকরেটে রান করেন। ক্যামেরুন গ্রিনের জন্য ঝাপায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু অবশেষে ১৭.৫০ কোটি টাকায় গ্রিনকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ানস। গ্রিন বলেন, “সত্যি বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আইপিএল এর বিরাট ভক্ত আমি। অবশেষে মুম্বই ইন্ডিয়ানসের জার্সি গায়ে গলাতে পারব বলে ভালো লাগছে।”