Friday, November 21, 2025
Homeবড় বদল ভারতীয় রেলে

বড় বদল ভারতীয় রেলে

ওয়েব ডেস্ক: ট্রেন যাত্রার চার ঘণ্টা আগে যাত্রী তালিকা প্রকাশ করাই ছিল এতদিন রেলের নিয়ম। তবে এতে ভোগান্তিতে পড়তেন বহু যাত্রী, বিশেষ করে যাঁরা ওয়েটিং লিস্টে থাকতেন। হঠাৎ করে টিকিট নিশ্চিত না-হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সময়ই মেলে না। বাধ্য হয়েই বাতিল করতে হয় বহু যাত্রা। এবার সেই সমস্যা মেটাতে রেলমন্ত্রক এক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে—ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই যাত্রী তালিকা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। রেলওয়ে বোর্ডের তথ্য ও জনসংযোগ বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, “আমরা বিকানের ডিভিশনে এই পাইলট প্রজেক্টটি শুরু করেছি। নির্দিষ্ট একটি ট্রেনের যাত্রী তালিকা এখন ২৪ ঘণ্টা আগেই প্রকাশ করা হচ্ছে। যদিও সাধারণ নিয়ম অনুযায়ী, এখনও ৪ ঘণ্টা আগেই তালিকা প্রকাশ করা হয়।”

আরও পড়ুন: মোদির সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক কোভিড টেস্ট!

এই পরিবর্তনের ফলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। ওয়েটিং তালিকায় থাকা যাত্রীরা যদি একদিন আগেই তাঁদের টিকিটের স্টেটাস জেনে যান, তাহলে প্রয়োজন মতো অন্য পরিকল্পনা করার যথেষ্ট সময় থাকবে তাঁদের হাতে। রেল আধিকারিক দিলীপ কুমার এ প্রসঙ্গে বলেন, “২৪ ঘণ্টা আগে স্টেটাস জানা গেলে যাত্রীরা তাঁদের সফর নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।”

তবে নিশ্চিত টিকিট বাতিল করার নিয়মে কিন্তু তেমন কোনও পরিবর্তন হয়নি। রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে টিকিট মূল্যের ২৫ শতাংশ কেটে ফেরত দেওয়া হয়। আর ১২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে যাত্রী পান মাত্র ৫০ শতাংশ অর্থ ফেরত।

এই পরীক্ষামূলক প্রকল্পের সাফল্য অনুযায়ী আগামী দিনে সারা দেশে এই ব্যবস্থা চালু করা হতে পারে। ওয়েটিং যাত্রীদের দীর্ঘদিনের সমস্যার নিরসনে রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

দেখুন আরও খবর:

Read More

Latest News