নীতীশ কুমার বিহারের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এমনটাই অভিযোগ রাজ্য বিজেপির। বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জওসওয়াল মঙ্গলবার বলেন, ২০২০ সালে বিহারের মানুষ এনডিএকে সমর্থন জানিয়েছিল। ওই সময় বিধানসভা ভোটে এনডিএ শরিক হিসেবে জেডিইউ বিজেপির থেকেও কম আসন পেয়েছিল। তা সত্ত্বেও আমরা নীতীশ কুমারকে মুথ্যমন্ত্রী মেনে নিয়েছি জোটের স্বার্থে। নীতীশ কুমার সেই জনমতকে অগ্রাহ্য করে জোট ভেঙে দিলেন।তাঁর আরও অভিযোগ, জেডিইউ বিশ্বাসঘাতকতা করেছে বিজেপির সঙ্গেও।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই নীতীশ কুমারই এক সময় আরজেডি নেতা তেজস্বী যাদবকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন। সেই তেজস্বীর সঙ্গেই নীতীশ কুমার জোট গড়ে বিহারের মানুষকে অপমান করলেন। জনতাই একদিন এই অপমানের জবাব দেবে।
মঙ্গলবার দলের রাজ্য দফতরে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। সাংবাদিকদের দুএকটি প্রশ্নের জবাব দিয়েই বৈঠক শেষ করে দেন সঞ্জয়। তার আগে দলের বিধায়কদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
এদিকে লোক জনশক্তি দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা চিরাগ পাসওয়ান আবার বিজেপির পাশে দাঁড়িয়েছেন। তিনিও বলেন, নীতীশ কুমার বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। চিরাগ বিহারে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে বলেন, নতুন করে বিহারে ভোট নেওয়া হোক।