কলকাতা: ঝাড়খণ্ডের সরকার ফেলার ডিলিং কলকাতায় বসে হচ্ছিল? প্রতিবেশী রাজ্যের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় এই প্রশ্ন উস্কে দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য৷ শনিবার রাতে হাওড়া জেলার পুলিস কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে ওই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করে৷ তারপরই সোশাল মিডিয়া পোস্টে দেবাংশু জানান, ওই টাকার বিনিময়ে তাঁরা বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন৷ কে বলতে পারে প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং কলকাতায় বসে হচ্ছিল না?
কংগ্রেসের বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় বিজেপির ‘অপারেশন লোটাসের’ ছায়া দেখতে পাচ্ছে বিরোধীরা৷ একই বক্তব্য কংগ্রেসের৷ দলের মুখপাত্র জয়রাম রমেশ টুইটে জানান, ঝাড়খণ্ডে বিজেপির ‘অপারেশন লোটাস’-এর মুখোশ খুলে গিয়েছে হাওড়ায়৷ মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডকে বিজেপি পাখির চোখ করেছিল বলে দাবি বিরোধীদের৷ টাকা দিতে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে ঝাড়খণ্ডে সরকার ফেলার মতলব এঁটেছে বিজেপি৷ দেবাংশু তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি যদি খুব ভুল না হই, ওই টাকার বিনিময়ে তারা বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন৷ কারণ বিজেপির নেতারা কয়েকদিন আগেই বলেছিলেন মহারাষ্ট্রের পরে তাদের টার্গেট রাজস্থান এবং ঝাড়খণ্ড৷’ তিনি রাজ্য পুলিসের কাছে ব্যাপারটি গভীরভাবে তদন্ত করে দেখার অনুরোধ করেন৷
যদিও কংগ্রেস এবং তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি৷ দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইটে এই ঘটনাকে দুর্নীতির সঙ্গে জুড়ে দেন৷ জানান, দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল ও কংগ্রেস ইডি এবং সিবিআইয়ের বিরোধিতা করছে৷ তারা তদন্ত থেকে বাঁচতে চাইছে৷ ঝাড়খণ্ডে দুর্নীতির বিরুদ্ধে ইডির তদন্ত শুরু হয়েছে৷