কাবুল: রমজান মাসেও ফের রক্তাক্ত হল আফগানিস্তানের মাটি৷ মসজিদের সামনে একাধিক বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল বহু মানুষের৷ আহত হয়েছেন আরও অনেকে৷ তালিবান জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণে অন্তত ২৫ জন হতাহত হয়েছেন৷
উত্তর আফগানিস্তানের মাজার-এ-শরিফ শহরের ঘটনা৷ প্রত্যক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, বোনকে সঙ্গে নিয়ে তিনি মসজিদের কাছে মার্কেটে কেনাকাটা করছিলেন৷ হঠাৎ বিকট শব্দ শুনতে পান৷ কিছুক্ষণ পর দেখেন গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে গিয়েছে৷ বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে দোকান বাজার বন্ধ করে ছুটে পালাতে থাকেন সবাই৷ বিস্ফোরণের জেরে মসজিদ এবং আশেপাশের দোকান ঘরগুলিরও ক্ষতি হয়৷
#BREAKING Toll from Afghan Shiite mosque blast at least 10 dead, 15 wounded: police pic.twitter.com/eB653DbG7k
— AFP News Agency (@AFP) April 21, 2022
Video: The site of the blast at the Si-Dukan mosque in Mazar-e-Sharif, Balkh.#TOLOnews pic.twitter.com/S0FojEdSeu
— TOLOnews (@TOLOnews) April 21, 2022
আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের উপর বহুবার আঘাত করেছে সুন্নি এবং আইএস জঙ্গি গোষ্ঠী৷ দু’দিন আগে পশ্চিম কাবুলের শিয়া গোষ্ঠীভুক্ত একটি এলাকার হাই স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ মৃত্যু হয় ৬ জনের৷ আহত হন ১১ জন৷ আফগানিস্তানের দখল নেওয়ার পর তালিবান বারবার দাবি করে, তাদের জমানায় দেশের প্রত্যেক মানুষ নিরাপদ৷ এমনকী দেশত্যাগী আফগানদেরও আফগানিস্তান ফিরে আসার আহ্বান জানায়৷ কিন্তু আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা জানিয়েছে, তালিবানের আমলে আফগানিস্তানে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে৷