পাড়ুই: বীরভূমে আবারও বোমা বিস্ফোরণ (Blast)। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের (Birbhum) পাড়ুই থানার ভেড়ামারি গ্রামে তৃণমুল (TMC) কর্মীর চালাঘরে মজুত বোমায় বিস্ফোরণ। ঘটনাস্থলে পাড়ুই (Parui PS) থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা। যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে তার নাম হাফিজুল শেখ। সাত্তোর (Sattor) তৃণমূল অঞ্চল কমিটির সদস্য। সাত্তোর অঞ্চলের তৃণমূলের মোট ২২ জন কমিটির সদস্য।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বোলপুরের (Bolpur) অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ADGP) সুরজিৎকুমার দে, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক (Bolpur SDPO) নিখিল আগরওয়াল। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিস্ফোরণস্থলে। পার্শ্ববর্তী অঞ্চলে আরও কোনও বোমা মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বোমা বিস্ফোরণের ঘটনায় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Group D Recruitment: এসএসসির ১৯১১ গ্রুপ ডি শূন্য পদে এখনই নিয়োগে ‘না’ সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের এদিনও তাজা বোমা উদ্ধার হয় বীরভূমে। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত সাঁইথিয়া থেকে বাতাসপুর যাওয়ার রাস্তায় বলাইচণ্ডী মোড় থেকে চারটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে সাঁইথিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রের খবর, চারটি ড্রামে প্রায় শতাধিকের উপর তাজা বোম উদ্ধার করা হয়েছে।
নানুরের পর সাঁইথিয়ায় বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এত বিপুল পরিমাণ তাজা বোমা কোথা থেকে এল ? কারা নিয়ে এসেছে? কী উদ্দেশ্যে আনা হয়েছিল এই তাজা বোমা ? তদন্তে নেমেছ সাঁইথিয়া থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।
অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সদাইপুর থানা এলাকার জামথলিয়া গ্রামের সেখ ইজারুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি নিজের বাড়িতে একটি ওয়ান শটার এবং এক রাউন্ড কার্তুজ মজুত রেখেছিল। তাই সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সেই অস্ত্র উদ্ধার করে এবং সেখ ইজারুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।