Sunday, August 3, 2025
HomeকলকাতাED Raid: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, উদ্ধার বিপুল নগদ টাকা

ED Raid: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, উদ্ধার বিপুল নগদ টাকা

Follow Us :

কলকাতা: শনিবার সকাল থেকেই তৎপর ইডি। মোমিনপুর ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটের এক পরিবহণ ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির অভিযান। উদ্ধার বিপুল নগদ টাকা। ৫০০ ও ২০০০ হাজারের নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার মেশিন। এই তল্লাশি অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। তারা নুতন শিল্প শুরু করতে ভয় পাচ্ছে। এই রাজ্যকে কি রামগড় বানাতে চাইছে বিজেপি?

পুলিশ সূত্রে খবর, আর্থিক দুর্নীতি মামলায় এই অভিযান। ওই ব্যবসায়ীর নাম নিসার খান। এদিন সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযানে নামে। ইতিমধ্যেই গার্ডেনরিচের ওই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: BJP: বঙ্গ বিজেপিতে পূর্ণ সময়ের পর্যবেক্ষক, তবু হাল ফিরবে কি?

অন্যদিকে, এদিনই পার্ক স্ট্রিট সংলগ্ন ম্যাকলয়েড স্ট্রিটের দুটি আবাসনেও তল্লাশি অভিযানে নামে ইডি। ২ জন মহিলা সহ ছ’জনের প্রতিনিধি দল নামে তল্লাশি অভিযানে। এদিন প্রথমে ইডি আধিকারিকরা পৌঁছে যান ম্যাকলয়েড স্ট্রিটের এক আইনজীবীর বাড়ি। প্রসঙ্গত, এদিন সকাল ৬টা নাগাদ কলকাতার তিনটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি। সূত্রের খবর, অভিযান চলাকলীন গার্ডেনরিচের ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর পরিমাণ নোটের বান্ডিল পাওয়া যায়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39