নয়াদিল্লি: এবার সিবিআই (CBI) তলব জম্বু ও কাশ্মীরের (Jummu & Kashmir) প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে (Satyapal Malik)। শিল্পপতি অনিল আম্বানির (Anil Ambani) রিলায়েন্স জেনারেল ইনসিওরেন্সের কিছু দুর্নীতির ব্যাপারে সাক্ষী হিসাবে সত্যপালকে ২৮ এপ্রিল তলব করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে সত্যপাল জানান, দিল্লিতে সিবিআইয়ের আকবর রোডের গেস্ট হাউসে তাঁকে ২৮ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে কিছু বিষয়ের ব্যাখ্যা চাওয়ার জন্য।
আরও পড়ুন: DC Cricket Kit Theft | দিল্লির চুরি যাওয়া ব্যাট-প্যাড উদ্ধার করল পুলিশ, ধন্যবাদ জানালেন ওয়ার্নার
সূত্রের খবর, ২০১৮ সালে জম্বু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন সত্যপাল আম্বানিদের ওই সংস্থার একটি চুক্তি বাতিল করে দিয়েছিলেন। তখন সিবিআই রিলায়েন্স জেনারেল ইনসিওরেন্সের বিরুদ্ধে এফআইআর করেছিল। ওই সংস্থা জম্বু ও কাশ্মীরের সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের জন্য একটি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করতে চেয়েছিল। এই বিমায় অনেক জালিয়াতি রয়েছে বলে অভিযোগ করে সত্যপাল সেই চুক্তি বাতিল করে দেন। তারপরই সিবিআই তদন্তে নামে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ওই বিমা প্রকল্প চালু করা হয়। এক মাসের মাথাতেই তৎকালীন রাজ্যপাল সেটি বাতিল করে দেন। সেই সময় রাজ্যপালের যুক্তি ছিল, সরকারি কর্মচারীরাই ওই চুক্তি বাতিলের দাবি জানিয়েছিলেন। পরে তিনিও বিষয়টি খতিয়ে দেখেন, এতে অনেক দুর্নীতি রয়েছে। তিনি বলেন, ওই সংস্থাকে বেআইনিভাবে এই কাজ পাইয়ে দেওয়া হয়েছিল।