Sunday, August 3, 2025
HomeকলকাতাCBI at Bikash Bhawan: শিক্ষামন্ত্রীর সচিবালয়ে সিবিআইয়ের টিম

CBI at Bikash Bhawan: শিক্ষামন্ত্রীর সচিবালয়ে সিবিআইয়ের টিম

Follow Us :

কলকাতা: বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর (Education Minister)  দফতরে (Secretariat) সিবিআই দল। সল্টেলেকে বিকাশ ভবনে (Bikash Bhawan) শিক্ষামন্ত্রীর দফতরে শুক্রবার খতিয়ে দেখল সিবিআইয়ের টিম। এদিন আচমকাই জনা চারেকের টিম সেখানে যায়। কয়েকজনকে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। বিকাশ ভবনে সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা প্রথমে নীচের তলায় গুদাম ঘরে যান। যেটি আগে থেকেই সিল করা ছিল। সেখানে সিল খুলে ভিতরে ঢোকেন। তারপর বেশ কিছু নথি সংগ্রহ করেন। তাঁরা পুনরায় তা সিল (Seal) করে দেন। তারপরে বিকাশ ভবনের পাঁচতলায় শিক্ষামন্ত্রীর ঘরের পাশে সচিবের ঘরে যান দুজন। সেখানে যেসব কম্পিউটার রয়েছে সেগুলো খতিয়ে দেখেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি, তিন জন কম্পিউটার অপারেটরকে (Computer Operator) জিজ্ঞাসাবাদও (Interrogation) করা হয়। নতুন কোনও তথ্যের খোঁজে সিবিআইয়ের বিকাশ ভবনে যাওয়া বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Visva-Bharati: সাত পড়ুয়াকে কত দিন সাসপেন্ড করল বিশ্বভারতী ?
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি (Corruption) মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি। সেই ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ এক ঝাঁক পদস্থ কর্তা গ্রেফতার হয়েছেন। তাতে নতুন কোনও নথির (Document) খোঁজে এই সিবিআই হানা বলে মনে করা হচ্ছে। বিকাশ ভবনে সিবিআই দল যাওয়ায় নানা জল্পনা ছড়ায়। 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39