Thursday, August 7, 2025
HomeদেশIndia | Nuclear Reactors | দেশে ১০টি পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন কেন্দ্রের

India | Nuclear Reactors | দেশে ১০টি পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন কেন্দ্রের

Follow Us :

নয়াদিল্লি: দেশে ১০টি নতুন পারমাণবিক চুল্লি অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাক্টর (Nuclear Reactor) স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। বুধবার সংসদে (Parliament) পারমাণবিক শক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh, Atomic Energy Minister) এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার (Central Government) পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য সাবর্জনিক ক্ষেত্রের উদ্যোগগুলিকে (Public Sector Undertaking) এক্ষেত্রে শামিল করেছে। 

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় লিখিত উত্তরে বলেছেন, “সরকার পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য পিএসইউগুলিকে এক্ষেত্রে শামিল করেছে। এই অনুশীলনটি বিশেষভাবে সরকারি সংস্থাগুলি দ্বারাই একচেটিয়াভাবে সম্পন্ন করা হবে।” তিনি আরও বলেছেন, কেন্দ্র ফ্লিট মোডে দেশীয় (Indigenous) প্রযুক্তিতে তৈরি ৭০০ মেগাওয়াটের ১০টি প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরের (Pressurized Heavy Water Reactors) জন্য প্রশাসনিক মঞ্জুরি (Administrative Approval) এবং আর্থিক অনুমোদন (Financial Sanction) দিয়েছে। কর্নাটক (Karnataka), হরিয়ানা (Haryana), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং রাজস্থানে (Rajasthan) ১০টি চুল্লি তৈরি হবে।

আরও পড়ুন: Mazdoor Kisan Sangharsh Rally | লাল কিল্লার অদূরে লাল ঝান্ডার সমুদ্র 

এর মধ্যে দু’টি করে পারমাণবিক চুল্লি বসানো হবে কর্নাটকের কাইগা (Kaiga), মধ্যপ্রদেশের চুটকা (Chutka) ও হরিয়ানার গোরখপুর (Gorakhpur )-এর পারমাণবিক শক্তি কেন্দ্রে (Nuclear Power Plant)। রাজস্থানের মাহি বনসওয়ারা পারমাণবিক শক্তি কেন্দ্রে (Mahi Banswara nuclear power plant) বাদবাকি চারটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে। 

পারমাণবিক শক্তি দফতর (Department of Atomic Energy) সূত্রে একটি বিবৃতি (Statement) জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভারত সরকার (Government of India) ২০১৫ সালে পারমাণবিক শক্তি আইন (Atomic Energy Act) সংশোধন (Amend) করেছে, যাতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (Nuclear Power Projects) স্থাপন করার জন্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের (Public Sector Enterprises) সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (Nuclear Power Corporation of India Limited  – NPCIL)-এর যৌথ উদ্যোগগুলিকে সক্ষম করে তোলা যায়। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জারি করা বিবৃতিতে এটাও বলা হয়েছে, উল্লিখিত পারমাণবিক চুল্লিগুলিকে ২০৩১ সালের মধ্যে ক্রমান্বয়ে ‘ফ্লিট মোডে’ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য ১,০৫,০০০ কোটি টাকা খরচ হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশে বিদ্যমান নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরগুলি ২০২১ সালে ৪৭,১১২ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ (Electricity) উৎপাদন করেছে। পরিসংখ্যানের বিচারে, ভারতে এক বছরে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার নিরিখে এই সংখ্যা ৩.১৫ শতাংশ।

বর্তমানে ভারতে যেসমস্ত পারমাণবিক চুল্লি রয়েছে, তার পারমাণবিক শক্তি সক্ষমতা হলো ৬৭৮০ মেগাওয়াট। নতুন ১০টি চুল্লি স্থাপন করা হলে ২০৩১ সালের মধ্যে এই সক্ষমতা বৃদ্ধি পাবে ২২,৪৮০ মেগাওয়াটে। ভবিষ্যতে যাতে দেশে আরও পারমাণবিক চুল্লি স্থাপন করা যায়, তার জন্য সরকার ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করে রাখা শুরু করে রেখেছে এবং নীতিগত অনুমোদন (‘In Principle’ Approval) দেওয়া হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39