নয়াদিল্লি: ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনা এবং আরও কিছু অপরাধ সংক্রান্ত খবর টেলিভিশন চ্যানেলগুলি (TV Channels) খুব বিসৃদশভাবে সম্প্রচার করেছে বলে কেন্দ্রীয় সরকার (Central Government) মনে করছে। এগুলির খবর এবং ছবি খুব বাজে ভাবে সম্প্রচারিত হয়েছে বলে কেন্দ্রের অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of information and Broadcasting) সোমবার স্যাটেলাইট চ্যানেলগুলির জন্য ফের একটি নির্দেশিকা জারি করল। তাতে জানিয়ে দেওয়া হয়েছে, কী কী সম্প্রচার করা যাবে না বা দেখানো যাবে না। মন্ত্রক চ্যানেলগুলিকে প্রোগ্রাম বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উদাহরণ হিসেবে পন্থের গাড়ি দুর্ঘটনা (Car Accident) এবং আরও কিছু ঘটনার কথা উল্লেখ করেছে ওই নির্দেশিকায়। তাতে বলা হয়েছে, প্রাইভেট স্যাটেলাইট চ্যানেলগুলি অনেক সময় মৃতদেহের ছবি দেখায়, কোনও ঘটনা-দুর্ঘটনায় জখম রক্তাক্ত ব্যক্তিদের ছবিও দেখায়। কখনও কখনও শিশু, মহিলা, বয়স্কদের নির্দয়ভাবে মারা হচ্ছে, এমন খবর বা ছবিও সম্প্রচার করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও শিক্ষক হয়তো একটি ছোট শিশুকে মারছেন, শিশুটি জোরে জোরে কাঁদছে, এমন দৃশ্যও দেখানো হয় হাইলাইট করে। সেই সব ছবি ব্লারও করা হয় না অনেক সময়। সেগুলি খুব ক্লোজ শটে দেখানো হয় লং শটে না দেখিয়ে।
মন্ত্রক আরও জানিয়েছে, চ্যানেলগুলি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়ো ক্লিপ নেয়। তারপর তা তারা নিজেদের মতো করে এডিট করে। নির্দেশিকায় বলা হয়েছে, চ্যানেলগুলি যেন কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন আইন অনুযায়ী প্রোগ্রাম কোড মেনে খবর এবং ছবি সম্প্রচার করে।
মন্ত্রক বলছে, পরিবারের সব বয়সের সদস্যরা একসঙ্গে বসে টিভি দেখেন। সেখানে এমন কিছু ভয়াবহ, ভয়ঙ্কর বা খারাপ কিছু সম্প্রচার করা উচিত নয়, যা দর্শকদের মনে বিরূপ প্রভাব ফেলে।