Thursday, August 14, 2025
Homeজেলার খবরBharat Jakat Majhi Pargana Mahal: আদিবাসীদের অবরোধে ব্যাপক ভোগান্তি রাজ্যজুড়ে, নিত্যযাত্রীদের সঙ্গে...

Bharat Jakat Majhi Pargana Mahal: আদিবাসীদের অবরোধে ব্যাপক ভোগান্তি রাজ্যজুড়ে, নিত্যযাত্রীদের সঙ্গে অথই জলে পর্যটকরাও

Follow Us :

মেদিনীপুর ও বর্ধমান: পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রামসহ (Jhargram) রাজ্যের বিভিন্ন স্থানে সকাল থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের (Bharat Jakat Majhi Pargana Mahal) অবরোধে জেরবার সাধারণ মানুষ। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বন্ধ বহু বাস। যার ফলে কাজের দিনে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার আটটি স্থানে অবরোধ শুরু হয়ে যায় সকালেই। প্রথম অবরোধ শুরু হয় জেলার ক্ষীরপাইয়ে। সম্ভাব্য পরিস্থিতির কথা আশঙ্কা করে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বহু রুটের বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। 

বীরভূমের দেউচা পাঁচামি (Deucha Pachami) এলাকায় খোলামুখ কয়লা খনি বন্ধ, ভুয়ো তফসিলি জাতি শংসাপত্র বাতিল, সাঁওতালি মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহ একাধিক দাবি নিয়ে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার পথ অবরোধ । বেলা ১১টা থেকে  বীরভূমের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়ক  অবরোধ শুরু হয়েছে । কোথাও তির-ধনুক আবার কোথাও ধামসা-মাদল বাজিয়ে অবরোধ চলছে। কাজের দিনে পথ অবরোধ হওয়ায় সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা।

আরও পড়ুন: POCSO Act In State Board Syllabus: যৌন হেনস্তা ও শাস্তির পাঠ সপ্তমের পাঠ্যে, শিশু সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য

সকাল সাড়ে ৭টা নাগাদ ঘাটালের হালদারদিঘি মোড় এলাকায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়ে যায় রাজ্য সড়কে। বহু যানবাহন বন্ধ হয়ে যায়। সংগঠনের স্থানীয় নেতা মনোরঞ্জন মুর্মু জানান, সাঁওতালি শিক্ষার বিভিন্ন দাবি নিয়ে এই অবরোধ কর্মসূচি। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড, হস্টেল, স্কুল, স্থায়ী শিক্ষকের দাবিতে আমাদের এই আন্দোলন। বহু আগে থেকেই আন্দোলন চলছে। আজকে ১২ ঘণ্টার চাক্কা জ্যাম কর্মসূচি।

পরিস্থিতি খারাপ হবে এমনটা আঁচ করেই মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দীঘা, লালগড়, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা রোড ও বিভিন্ন দূরপাল্লার বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। বিভিন্ন দূরবর্তী স্থানে যেতে বেরিয়ে এসে বাসস্ট্যান্ডে হয়রান হয়ে যান যাত্রীরা। শুধুমাত্র গুটিকয়েক সরকারি বাস রাস্তায় বের হয়েছে। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুমন দাস বলেন, সকালবেলা তবু বেশ কয়েকটি বাস বের হয়েছিল রাস্তায়। তারপরে বেশিরভাগ রুটের বাসগুলি তাদের যাতায়াত বন্ধ করে দিল। কয়েকটি সরকারি বাস রাস্তায় বের হয়েছে মাত্র।

১২ ঘন্টার পথ অবরোধে ঝাড়গ্রাম জেলা জুড়ে ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার ১১টি স্থানে পথ অবরোধ কর্মসূচি চলছে। এর জেরে পর্যটন মরশুমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পোক্তাপোল এলাকাতেও ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সংগঠন।

বাস চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন ঝালদাবাসী। জেলা শহর সহ অন্যান্য জায়গায় বিভিন্ন কাজে যাওয়া নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। অন্যদিকে, কাঁকসার পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক সহ ১১ মাইলে আদিবাসীদের রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কাঁকসার ১১ মাইলে অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। যাত্রীবাহী বাস রাস্তার উপর দাঁড়িয়ে পড়ার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পৌঁছতে না পেরে অগত্যা অনেকে হেঁটেই নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

বুধবার সকাল থেকেই বাঁকুড়া জেলার ১৫টি স্থানে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু ভারত জাকাত মাঝি পারগানা মহলের। সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের পরিকাঠামো গঠন সহ ন’দফা দাবিতে বাঁকুড়া (Bankura) জেলার বিভিন্ন রাস্তায় পথ অবরোধ শুরু করল আদিবাসীরা। ভারত জাকাত মাঝি পারগনা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ১২ ঘন্টার পথ অবরোধ পুরুলিয়া (Purulia) জেলা জুড়েও।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Uttar Pradesh | হিন্দু-ইসলাম নিয়ে ইউপি বিধানসভায় এই বিধায়কের ভাষণে তুলকালাম কাণ্ড, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | কন্যাশ্রী দিবসে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Mamata Banerjee | আজ 'ফ্রিডম অ্যাট মিডনাইট' পালন মুখ্যমন্ত্রীর, বাংলার মানুষের জন্য কী বার্তা মমতার?
00:00
Video thumbnail
Kolkata TV | কলকাতা টিভি এবার OTT এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও
00:17
Video thumbnail
Padatik Express | রানিনগর স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চলছে মেরামতের কাজ
02:47
Video thumbnail
Gaza | ত্রাণের অভাব, গাজাজুড়ে অনাহার, বাড়ছে মৃ/ত্যুমিছিল
08:20
Video thumbnail
Arjun Singh | BJP | পুলিশ পে/টা/নোর নেপথ্যে BJP নেতা অর্জুন সিং?
04:46:01
Video thumbnail
(CJI) BR Gavai | পথকুকুরদের নিয়ে নির্দেশ খতিয়ে দেখব' জানিয়ে দিল প্রধান বিচারপতি
04:27:07
Video thumbnail
Anurag Thakur | ডায়মন্ড হারবারে ৪ বছরে ১৫% ভোটার বৃদ্ধি, মমতা-অভিষেককে কড়া নিশানা অনুরাগ ঠাকুরের
04:28:41
Video thumbnail
Election Commission | Manoj Pant | বিগ ব্রেকিং, কমিশনের তলবে দিল্লি গেলেন মুখ্যসচিব
04:36:31