তমলুক: সমবায় (Cooperative) নির্বাচনকে (Election) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক (Tamluk)। সেখানকার শহীদ মাতঙ্গিনী ব্লকে (Block) খারুই গ্রাম পঞ্চায়েতের (Grampanchayet) খারুই গঢ়রা সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার। তাকে ঘিরে সিপিএম বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূলের সমর্থকদের মধ্যে ধুন্ধুমার বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ (Police) বাহিনী। নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সন্ধে পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। নামানো হয় কমব্যাট ফোর্স। মোট ৪৩টি আসনে লড়াই হয়।
এদিনের সমবায় নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিজেপি, সিপিএম নেতৃত্ব এলাকার লোকেদের নিয়ে মিছিল করে। এই সমবায় নির্বাচন ঘিরে শুরু থেকেই উত্তেজনা ছিল। সিপিএমের জেলা নেতৃত্ব জানিয়ে দেয়, বিজেপির সঙ্গে জোট করে সমবায়ে লড়া যাবে না। তারপরও প্রার্থীরা (Candidate) তা না মানায় জেলা নেতৃত্ব প্রার্থীদের বহিষ্কারের (Oust) ঘোষণা (Anouncement) করে।
আরও পড়ুন: Tet with wall Clock: ফিরছে দেওয়াল ঘড়ি, টেট পরীক্ষার প্রতিটা হলে থাকবে সময় মাপার যন্ত্র
এই জেলার নন্দকুমারে সমবায় নির্বাচনে ধরাশায়ী হয় শাসক তৃণমূল (Tmc)। সেখানে তৃণমূলকে হারাতে জোট করেছিল বিজেপি (Bjp), সিপিএম (Cpm)। এখন সমবায় নির্বাচন হলে সেই মডেলের (Model) কথা উঠে আসছে। কারণ এখানেও সিপিএম বিজেপি জোট করেছে। যদিও সমবায় নির্বাচনে দলীয় প্রতীক (Symbol) থাকে না। তবু অলিখিতভাবে রজনৈতিক (Political) দলের সমর্থন থাকে।
এদিন সকাল থেকেই এই ভোট ঘিরে এলাকায় উত্তেজনা ছিল। বেলা ১১টা নাগাদ ভোট শুরু হয়। বিভিন্ন দলের পক্ষ থেকে বুথে যাঁরা বসেন তাঁদের মধ্যে গণ্ডগোল বাধে।