কলকাতা: চে গ্যেভারা (Che Guevara) এক জ্বলন্ত ইতিহাসের নাম। সালটা ১৯৬৭, ৯ অক্টোবর। হত্যা করা হয় কিউবা (Cuba) বিপ্লবের সর্বাধিনায়ক চে গ্যেভারাকে। ছোট চার সন্তানের মধ্যে সবচেয়ে বড় তখন ৬ বছরের আলেইদা। তাঁর মেয়ে অর্থনীতির অধ্যাপক এস্তেফানিয়া গ্যেভারা। বর্তমানে ৬২ বছরের হাভানার শিশু চিকিৎসক আলেইদা তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে প্রথমবার এসেছেন শহর কলকাতায়।
১৯৫৯ সালের ১০ জুলাই কিউবার প্রতিনিধিদলের সঙ্গে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে (ISI) এসেছিলেন চে গ্যেভারা। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় প্রশান্তচন্দ্র মহলানবীশের সঙ্গে। সেই সময় আইএসআইয়ে এক আশ্চর্য প্রদীপ ছিল। যার নাম শুনলে এখনকার মানুষ আঁতকে উঠবেন। যার নাম কম্পিউটার। একবার ভেবে দেখুন, সেই সময় এবং দেশটার নাম ভারত। সেখানেও কম্পিউটার। বিশ্বের গুটিকয়েক হাতে গোনা দেশে তখন কম্পিউটার ছিল। তার মধ্যে কলকাতার আইএসআই অন্যতম, যেখানে ঢুঁ মারলে দেখা যেত কম্পিউটার বস্তটি দেখতে কেমন!
আরও পড়ুন: Gyanvapi row: জ্ঞানবাপী মামলায় ‘শিবলিঙ্গের’ বয়স নির্ধারণে আরও ৮ সপ্তাহ সময় পুরাতত্ত্ব বিভাগকে
চে সেই কম্পিউটার দেখে খুব খুশি হন। উৎসাহীও হন। প্রশান্ত মহলানবীশকে বলেন ভারত কি কিউবাকে কম্পিউটার প্রযুক্তি নিয়ে সাহায্য করতে পারবে? শুক্রবার এই ইনস্টিটিউটের সেই সমস্ত জায়গা ঘুরে দেখলেন গ্যেভারার মেয়ে ও নাতনি। সেই সময়ের বেশকিছু ছবি স্মারক হিসেবে তুলে দেওয়া হল তাঁদের হাতে। আইএসআইয়ের মেকানিক্যাল বিভাগের কর্মশালা সেই সময় ঘুরে দেখেছিলেন চে।
২০ এবং ২১ জানুয়ারি শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন চে-কন্যা ডাঃ অ্যালেইদা গ্যেভারা (Aleida Guevara) এবং তাঁর কন্যা অর্থনীতিবিদ এস্তেফানিয়া গ্যেভারা (Estefania Guevara)। তাঁদের সংবর্ধনা জানাতে সাজসাজ রব পড়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University), কলেজ স্ট্রিটে। এদিন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে আলোচনা কর্মসূচি রয়েছে চে-র কন্যা এবং নাতনির। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (AIPSO) এবং ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবা (NCSC) একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা উদ্যোগ নিয়েছে, সেখানে দুই অতিথিকে দেওয়া হবে সংবর্ধনা। ভারত-কিউবা মৈত্রী সুদৃঢ় করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই সব অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলার নামী শিল্পীরা। অ্যালেইদা এবং এস্তেফানিয়া আলোচনা করবেন কিউবার (Cuba) জনমুখী বিকল্পনীতি এবং সাম্রাজ্যবাদ বিরোধী গণ-উদ্যোগ নিয়ে। অবশ্যই আলোচনা হবে ভারত-কিউবা মৈত্রী নিয়ে।